শাহরুখের ‘জওয়ান’ দেখুন মাত্র ৯৯ টাকায়, কোথায়-কীভাবে? রইল খুঁটিনাটি

বাংলা হান্ট ডেস্ক : প্রেক্ষাগৃহে দর্শক ফেরাতে নয়া উদ্যোগ। জাতীয় চলচ্চিত্র দিবস (National Cinema Day), অর্থাৎ ১৩ অক্টোবর দেশব্যাপী সমস্ত সিনেমা হল এবং মাল্টিপ্লেক্স চেইন গুলিতে ফ্ল্যাট ৯৯ টাকায় সমস্ত ছবি দেখানো হবে। গত বছরও এই একই উদ্যোগ নিয়েছিল কর্তৃপক্ষ। সেই সময় উদ্যোগের প্রথম ধাপে সবার আগে ছিল রণবীর কাপুরের ‘ব্রহ্মাস্ত্র’ (Brahmastra)। ভক্তদের থেকে সাড়াও পেয়েছিল ভালোই।

চলতি বছর এই সিনেমা উৎসবে সবার চেয়ে এগিয়ে রয়েছে এক্সেল এন্টারটেইনমেন্টের ‘ফুকরে থ্রী’ (Fukrey 3)। অগ্রিম বুকিং-এই এক লাখেরও বেশি টিকিট বিক্রি হয়েছে। ইতিমধ্যেই ছবিটি ‘জওয়ান’ (Jawan) এবং জেলারের মত মেগা হিট ছবিকেও ফুৎকারে উড়িয়ে দিয়েছে এই ছবি। পাশাপাশি এই সপ্তাহান্তে আর কোনও নতুন ছবি মুক্তি না পাওয়ায় সেটারও ভালো ফায়দা তুলেছে ফুকরে থ্রী।

প্রসঙ্গত উল্লেখ্য, আগামি সপ্তাহেই মুক্তি পাবে গণপথ এবং লিও-র মত বড় মাপের ছবি‌। অন্যদিকে সলমনের ‘টাইগার থ্রী’ মুক্তি পাবে আসন্ন দিওয়ালিতে। তাই এই মুহূর্তে একপ্রকার ফাঁকা মাঠেই গোল দিচ্ছে Fukrey 3। ছবিতে রয়েছেন, পুলকিত সম্রাট, বরুণ শর্মা, মনজোৎ সিং, রিচা চাড্ডা এবং পঙ্কজ ত্রিপাঠী। মুক্তির এক সপ্তাহের মধ্যে বিশ্বব্যাপী ১০০ কোটির আয় করেছে ছবিটি। স্বল্প বাজেটের ছবির এই কালেকশন নিঃসন্দেহে বড় ব্যাপার।

আরও পড়ুন : কত টাকার মালিক সৌরভের গাঙ্গুলি! অবসরের পরেও দাদার সম্পত্তি মাত দেবে নতুন ক্রিকেটারদের

ফুকরে ছাড়াও অপর একটি ছবি হল ‘ধক ধক’। নামিদামী স্টারকাস্ট ছাড়া এই ছবিটিও ভালো কালেকশন করেছে এইদিন। এইসব স্বল্পবাজেটের ছবি ছাড়াও জাতীয় সিনেমা দিবসে দেখানো হবে শাহরুখ অভিনীত ‘জওয়ান’। এইদিন এটা নিয়ে পোস্টও করেছিলেন কিং খান। তিনি লেখেন, ‘আপনাদের সবার জন্য একটা বড় উপহার। শুধুমাত্র সিনেমার প্রতি ভালোবাসার জন্য। ১৩ অক্টোবর সিনেমা হল-এ যান, এবং জওয়ান দেখুন মাত্র ৯৯ টাকায়। এখন আপনার টিকিট বুক করুন। হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় সিনেমা হল-এ জওয়ান দেখুন।’

আরও পড়ুন : ‘সবুজ আমায় প্রভাবিত…’, রাজনীতিতে মিঠাই? সৌমিতৃষার পোস্ট ঘিরে জল্পনা নেটপাড়ায়

jawan nayanthara shah rukh khan 1693815074525 1693815090784

প্রসঙ্গত উল্লেখ্য, জাতীয় সিনেমা দিবস পালন করা হয় ভারতের মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে। ভারতের বেশিরভাগ বড় সিনেমা চেইন যেমন PVR, INOX, Cinepolis যৌথভাবে এই উদ্যোগ নেয়। মূলত প্রেক্ষাগৃহে দর্শক ফেরানোর একটা কৌশল বলা যেতে পারে একে। গত বছর জাতীয় সিনেমা দিবসে টিকিটের দাম কমানোর পরে সারাভারত জুড়ে সিনেমার দর্শকের সংখ্যা ৫০০ শতাংশ বেড়েছে। কোভিড পরবর্তী সময়ে যা সত্যিই একটা বড় অ্যাচিভমেন্ট।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর