বাংলা হান্ট ডেস্কঃ ব্রিটিশ শাসন থেকে ভারতকে স্বাধীন করতে ঠিক কতখানি পরিশ্রম করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু (Netaji Subhas Chandra Bose), তা আট থেকে আশি সকলেরই জানা। আজাদ হিন্দ ফৌজ গঠন থেকে শুরু করে ব্রিটিশদের রক্তচক্ষুর সামনে বিপ্লবী আন্দোলন, নেতাজির একের পর এক পদক্ষেপ আজও স্মরণ করে প্রতিটি দেশবাসী। তবে একইসঙ্গে বহুক্ষেত্রে উপেক্ষার পাত্র হয়েছেন ভারতের এই বীরপুত্র!
গান্ধী থেকে অন্যান্য মহাত্মাদের জন্মদিনে ছুটি ঘোষণা করা হলেও নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন তথা ২৩ শে জানুয়ারি কেন গোটা দেশ জুড়ে ছুটি থাকবে না, তা নিয়ে অতীতে একাধিক সময়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে আরো অনেকেই। সম্প্রতি এই বিষয়টিকে প্রকাশ্যে এনে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয় সুপ্রিম কোর্টে। তবে এদিন সেই মামলা খারিজ করে দিলেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি।
নেতাজী ইস্যুতে জনস্বার্থ মামলা কেন খারিজ করা হলো? ‘নেতাজি সুভাষচন্দ্র বসু স্বাধীনতার জন্য যেভাবে প্রাণপাত করেছিলেন, তাঁকে সম্মান প্রদানের জন্য প্রত্যেকের উচিত, কঠিন পরিশ্রম করা’, এদিন ঠিক এই ভাষাতেই মন্তব্য প্রকাশ করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। একইসঙ্গে তাঁর দাবি, “এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সুপ্রিম কোর্টের কাজ নয়।”
আবেদনকারী আইনজীবীর উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন, “জনস্বার্থ মামলাকে হাতিয়ার করার মাধ্যমে ছেলে খেলা করা হয়ে চলেছে। আদালতে আসার আগে একবার অন্তত ভেবে দেখা উচিত, আমাদের কি কাজ। আদালতকে গুরুত্ব এবং সম্মান প্রদান করুন।”
উল্লেখ্য, নেতাজির জন্মদিনে ছুটি ঘোষণা করাকে কেন্দ্র করে আবেদনকারী আইনজীবী বলেন, “শিশু দিবস থেকে শুরু করে বুদ্ধ জয়ন্তী পালন করা হলে নেতাজির জন্মদিন কেন পালিত হবে না?” এই প্রশ্নের উত্তরে শীর্ষ আদালত পাল্টা জানায়, “স্বাধীনতার জন্য নেতাজির কতখানি অবদান আছে, তা সকলের জানা। দেশকে স্বাধীন করার জন্য উনি পরিশ্রম করেছিলেন। তাই নেতাজির জন্মদিন পালন করার জন্য যদি সবচেয়ে ভালো কোন উপায় থেকে থাকে, তাহলে তা হলো কঠিন পরিশ্রম করা।”
প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের এই রায়ে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠে গিয়েছে, তবে মহাত্মা গান্ধীর জন্মদিনে কেন ‘গান্ধী জয়ন্তী’ পালন করা হয়? এক্ষেত্রে অতীতে একাধিক সময় নেতাজি সুভাষচন্দ্র বসুর উদ্দেশ্যে প্রশংসায় পঞ্চমুখ হন নরেন্দ্র মোদী থেকে শুরু করে রাজনাথ সিং। তবে ভারতের এই বীরপুত্রের জন্মদিনে ছুটি ঘোষণাকে কেন্দ্র করে কেন উদাসীন কেন্দ্র সরকার, সে বিষয়ে একাধিক সময় প্রশ্ন তুলে দিয়েছে বিরোধী দলগুলি। আর এদিন সুপ্রিম কোর্টের তরফ থেকে জনস্বার্থ মামলা খারিজ করার মাধ্যমে সৃষ্টি হল নয়া জল্পনার।