বাংলাহান্ট ডেস্ক: তিন সপ্তাহ হতে চলল মুক্তি পেয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files)। বক্স অফিসে অবিশ্বাস্য রকমের ভাল ব্যবসা করেছে ছবিটি। বলিউড তারকারাও একে একে মুখ খুলছেন কাশ্মীর ফাইলস নিয়ে। তালিকায় সাম্প্রতিকতম সংযোজন নওয়াজউদ্দিন সিদ্দিকী (Nawazuddin Siddiqui)। তবে ছবিটি নিয়ে তাঁর বক্তব্য চমকে দিয়েছে সকলকেই।
নওয়াজ বলেন, দ্য কাশ্মীর ফাইলস এখনো দেখে উঠতে পারেননি তিনি। তাই খুব বেশি কিছু তিনি বলতে পারবেন না ছবিটি নিয়ে। কিন্তু বলিউডের একটা বড় অংশই ছবিটি নিয়ে হয় কোনো মন্তব্য করেননি বা নিন্দা করেছেন। এ বিষয়ে অভিনেতা বলেন, বিবেক অগ্নিহোত্রী নিজের দৃষ্টিভঙ্গি থেকে ছবি বানিয়েছেন।
নওয়াজের কথায়, “প্রত্যেক পরিচালকেরই ছবি বানানোর ক্ষেত্রে নিজস্ব স্টাইল আর দৃষ্টিভঙ্গি রয়েছে। উনি নিজস্ব দৃষ্টিভঙ্গি দিয়ে ছবিটা বানিয়েছেন, সেটা ভাল। অন্যরা তাদের দৃষ্টিভঙ্গি থেকে ছবি তৈরি করবেন ভবিষ্যতে। সেটাও ভাল। কোনো পরিচালক যখন একটি ছবি তৈরি করেন তখন নিজের দেখার ভঙ্গিমা থেকে করেন। সেটা সত্য ঘটনা নিয়ে ছবি তৈরি হলেও পরিচালকের নিজস্ব দৃষ্টিকোণ থেকে দেখার অনুমতি দেওয়া উচিত।”
নওয়াজউদ্দিন বলেন, তিনি এখনো ছবিটি দেখতে পারেননি। তবে তাঁর দেখার ইচ্ছা আছে। যেহেতু এখনো তিনি দ্য কাশ্মীর ফাইলস দেখেননি, তাই ছবিটা নিয়েও বেশি কিছু বলতে পারবেন না বলে জানান অভিনেতা।
প্রসঙ্গত, দু সপ্তাহের মধ্যে ২৫০ কোটি টাকার কাছাকাছি তুলে ফেলেছে দ্য কাশ্মীর ফাইলস। ‘আর আর আর’ এর মতো কড়া প্রতিদ্বন্দ্বী থাকা সত্ত্বেও মোট ২২৮.১৮ কোটি টাকার ব্যবসা করেছে বিবেক অগ্নিহোত্রীর ছবি। রবিবার ৮.৭৫ কোটি টাকা তুলেছে এই ছবি। ফিল্ম সমালোচকদের দাবি, এমন চলতে থাকলে ২৫০ কোটির গণ্ডিও ছুঁয়ে ফেলবে দ্য কাশ্মীর ফাইলস।