বাংলাহান্ট ডেস্ক : শুরু হয়ে গিয়েছে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি। রাজ্য নির্বাচন কমিশন আগামী ৮ই জুলাই পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা করেছে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে মনোনয়ন প্রক্রিয়া। এই মনোনয়ন জমাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছে ভাঙর। এমন অবস্থায় ভাঙরের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি বুধবার মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে হঠাৎ পৌঁছে গেলেন নবান্নে।
দেখা যায় দুপুর তিনটে নাগাদ নওশাদ (Nawsad Siddique) নবান্নে প্রবেশ করছেন। তবে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর (Mamata Banerjee) সাথে তার দেখা হয়নি। নবান্ন থেকে বেরিয়ে নওশাদ সিদ্দিকী সাংবাদিকদের জানান, পঞ্চায়েত ভোটের আগে রভাঙরের উত্যপ্ত অবস্থা নিয়ে কথা বলতে এসেছিলাম মুখ্যমন্ত্রীর সাথে। ইমেইল মারফত মুখ্যমন্ত্রীর অফিসে আগমন বার্তাও দিয়েছিলাম।
কিন্তু মুখ্যমন্ত্রী দেখা করেননি। তিনি ব্যস্ত ছিলেন।পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙর। পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন জমাকে কেন্দ্র করে দফায় সংঘর্ষের খবর আসতে থাকে ভাঙর থেকে। সংঘর্ষে জড়ান তৃণমূল ও আইএসএফ কর্মীরা।
পুলিশ হস্তক্ষেপ করলে তৃণমূল ও আইএসএফ কর্মীরা পুলিশের উপরেও চড়াও হন। আজ নওশাদ বলেন, “১৪৪ ধারা থাকা সত্ত্বেও ঘিরে রাখা হয়েছে ভাঙরের বিডিও অফিস। মনোনয়ন জমা দিতে পারছে না বিরোধীরা। সেই ব্যাপারে মুখ্যমন্ত্রীকে জানাতে এসেছিলাম। কাল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। পরে দরকার হলে আবার আসবো।”
নওশাদের কথায়, “সরাসরি মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে ভাঙরের দিকে তার নজর আনার চেষ্টা করেছিলাম। আমি একজন জনপ্রতিনিধি। ভাঙরের সাধারণ মানুষও আক্রান্ত হচ্ছেন। সবাই যাতে সুষ্ঠুভাবে মনোনয়ন জমা দিতে পারেন সেই উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলতে এসেছিলাম। আমার আস্থা রয়েছে কমিশন পুলিশের উপর। তাই মুখ্যমন্ত্রীর সাথে একবার কথা বলতে চাইছিলাম।”