ছত্তিসগড়ের সেনার এনকাউন্টারে নিকেশ চার নকশাল জঙ্গি, শহীদ এক জওয়ান

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ছত্তিসগড়ের (Chhattisgarh) নকশাল (Naxal) প্রভাবিত রাজনন্দগাঁও (Rajnandgaon) এলাকায় সেনার সাথে হওয়া এনকাউন্টারে দুই নকশালি মহিলা সমেত চার নকশালি খতম হয়। এছাড়াও পুলিশের এক সাব ইনস্পেকটর শহীদ হয়েছে। দুর্গ এলাকার পুলিশ সুপার বিবেকানন্দ মিশ্রা শনিবার জানান, রাজনন্দগাঁও জেলার মানপুর থানা এলাকায় শনিবার হওয়া এনকাউন্টারে দুই মহিলা নকশালি সমেত চার নকশালি খতম হয়েছে।

সাব ইনস্পেকটর শ্যাম কিশোর শর্মা

এই ঘটনার পর মদনবারা থানার ইঞ্চারররজ এবং সাব ইনস্পেকটর শ্যাম কিশোর শর্মা শহীদ হয়েছে। সিনহা বলেন, এলাকায় নকশাল গতিবিধির সূচনার পর শুক্রবার সেনার জওয়ানদের নকশাল বিরোধী অভিযানের জন্য রওনা করা হয়।

সেনার দল যখন মানপুর থানা এলাকার পরদৌনি গ্রামের জঙ্গলে পৌঁছায়, তখন নকশালিরা সেনার উপর গুলি চালানো শুরু করে। এরপর সেনাও পাল্টা হানা দেয়। এনকাউন্টারে থানার ইঞ্চার্জ শ্যাম কিশোর শর্মা শহীদ হন। উনি বলেন, অনেকক্ষণ দুই তরফ থেকে গোলাগুলি চলার পর নকশালিরা সেখান থেকে পালিয়ে যায়। এরপর সেনা যখন ঘতনাস্থলের তল্লাশি চালায়, তখন সেখানে দুই মহিলা নকশালি সমেত চার নকশালির দেহ পাওয়া যায়। এছাড়াও একটি একে ৪৭, একটি এসএলআর ছাড়াও আরও দুটি হাতিয়ার উদ্ধার হয়।

পুলিশের আধিকারিক জানান, শহীদ সাব ইনস্পেকটরের পার্থিব দেহ রাজনন্দগাঁও জেলার মুখ্যালয়ে নিয়ে যাওয়া হয়। উনি জানান, এলাকায় নকশালিদের বিরুদ্ধে অভিযান জারি আছে। এর আগে ১২ই জুলাই ২০০৯ সালে ওই এলাকায় এনকাউন্টার চলার সময় পুলিশ সুপারিটেন্ডেন্ট বিকে চৌবে সমেত ৯ জন পুলিশকর্মী শহীদ হয়েছিলেন।

X