বাংলা হান্ট ডেস্কঃ ছত্তিসগড়ে নকশালি হামলায় সেনার ২৪ জওয়ান শহীদ হয়েছেন আর একজন জওয়ান এখনও নিখোঁজ। আর এরই মধ্যে নকশালদের তরফ থেকে দুই পাতার বিবৃতি জারি করা বলা হয়েছে যে, কোবরা কম্যান্ডো তাঁদের কবজায় আছে। নিষিদ্ধ কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (মাওবাদী) বয়ান জারি করে বলেছে, ৩ এপ্রিল হওয়া এনকাউন্টারের পর নিখোঁজ জওয়ান তাঁদের কবজায় আছে। নকশালিরা জানিয়েছে যে, রাজ্য সরকারের সঙ্গে কথাবার্তা বলেই তাঁকে ছাড়া হবে।
সুত্র মারফৎ জানা গিয়েছে যে খুব শীঘ্রই অপহৃত জওয়ানের ভিদিও জারি করবে নকশালিরা। সরকার যদি সহযোগিতা করে তাহলে দু’দিনের মধ্যেই তাঁকে ছেড়ে দেওয়া হবে।
নকশালিরা জানিয়েছে যে, জীরাগুড়েম গ্রামে তাঁরা মোক্ষম জবাব দিয়েছে। বয়ানে বলা হয়েছে যে, ৩ এপ্রিল ২০০০ পুলিশ জওয়ান জিরাগুড়েম গ্রামের আশেপাশে এসেছিল। আর তাঁদের রোখার জন্যই পিএলজিএ হামলা চালায়। বয়ানে বলা হয়েছে যে, এই হামলায় তাঁদের চার নকশাল মারা গেছে। আর মৃতদের মধ্যে একজনের দেহ তাঁরা উদ্ধার করতে পারেনি। বাকি তিনজন নকশালির শেষকৃত্য করা হয়েছে।
In Bijapur attack,24 security personnel lost lives,31 injured & 1 in our custody. 4 People's Liberation Guerrilla Army personnel lost lives. Ready to negotiate with govt,they can announce mediators. Will release him. Police Jawans not our enemies:Communist Party of India (Maoist) pic.twitter.com/oMRFZaiBeb
— ANI (@ANI) April 7, 2021
বয়ানে নকশালিরা জানিয়েছে যে, তাঁরা পুলিশকে নিজেদের শত্রু মানে না। আর মৃত পুলিশের পরিবারের প্রতি সমবেদনা জাহির করে। নকশালিরা এও জানায় যে, তাঁরা সিআরপিএফ জওয়ানদের হাতিয়ার লুঠ করেছে।