কনফার্ম খবর! বড়সড় বদল আসছে HS’র রেজাল্টে! নয়া আপডেট দিল NCERT

Published On:

বাংলাহান্ট ডেস্ক : উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় খবর। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনল রিসার্চ ট্রেনিংয়ের (NCERT) একটি রিপোর্ট বলছে এবার উচ্চ মাধ্যমিকের ফলাফলে প্রভাব থাকতে পারে নবম, দশম ও একাদশ শ্রেণীর পরীক্ষার নম্বরের। NCERT জানাচ্ছে, আগামী বছর থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্টে পরীক্ষার্থীদের নবম থেকে একাদশ শ্রেণী পর্যন্ত প্রাপ্ত নম্বরের কিছুটা অংশ অন্তর্ভুক্ত হতে চলেছে।

NCERT জানাচ্ছে, উচ্চ মাধ্যমিকের রেজাল্টে এবার পূর্ববর্তী ক্লাসগুলির নম্বরের কিছু শতাংশ

নতুন শিক্ষা মডেল অনুযায়ী, শিক্ষাক্ষেত্রে সামগ্রিক ভারসাম্য রক্ষার জন্য এই উদ্যোগ বলে জানানো হয়েছে। নতুন নির্দেশিকায় বলা হয়েছে, পরীক্ষার্থীদের নবম শ্রেণী থেকে ১৫%, দশম শ্রেণী থেকে ২০% ও একাদশ শ্রেণী থেকে ২৫%  নম্বর ধার্য করা হবে উচ্চ মাধ্যমিকের ফলাফলে। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তৈরির সময় সামগ্রিকভাবে মূল্যায়ন করা হবে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পরীক্ষার নম্বর।

আরোও পড়ুন : Rich Country: হাওয়ায় ওড়ে টাকা, এই দেশেই সবথেকে বেশি ধনকুবেরদের বাস, ভারত কত নম্বরে?

PARAKH বা Performance Assessment, Review, and Analysis of Knowledge for Holistic Development এর রিপোর্ট বিশেষ সহায়ক হয়ে উঠতে চলেছে দেশের সবকটি শিক্ষা বোর্ডের মান নির্ণয় পদ্ধতি একত্রিত করতে। এছাড়াও গোটা দেশে বিভিন্ন বোর্ডের শিক্ষা স্তর একই পর্যায়ে আনার লক্ষ্যে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রীয় শিক্ষা বোর্ডকে সুপারিশ করা হয়েছে বিশেষ কিছু বিষয়ের উপর নজর দিতে।

Big news for higher secondary Examinee NCERT

যার মধ্যে রয়েছে ডেটা ম্যানেজমেন্ট, কোডিং, ডেটা এনালাইসিস, এপ্লিকেশন ডেভেলপমেন্ট, মিউজিক, হস্তকারুশিল্প, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইত্যাদি। বাংলার রাজ্য শিক্ষা কমিশন এর আগে নয়া শিক্ষানীতি প্রণয়ন করে ন্যাশনাল এডুকেশন পলিসির মডিফাই করে। রাজ্য শিক্ষা দফতর এই আবহে কী সিদ্ধান্ত নেয় এখন সেটাই দেখার।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X