কনফার্ম খবর! প্রথমবার এই ‘বিশেষ’ চুক্তি করল রেল, এবারেই কপাল খুলবে লাখ লাখ যাত্রীদের

বাংলাহান্ট ডেস্ক : উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর করল ইরকন। রেলের বৈদ্যুতিক পরিকাঠামোর রক্ষণাবেক্ষণের জন্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে NE RAILWAY ও ইরকনের মধ্যে। এই প্রথম ভারতীয় রেল ওভারহেড ইকুইপমেন্ট (ওএইচই) এবং পাওয়ার সাপ্লাই ইনস্টলেশন (পিএসআই) সহ বৈদ্যুতিক পরিকাঠামোর রক্ষণাবেক্ষণের জন্য মৌ সাক্ষর করল ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেড-এর সাথে।

NE RAILWAY ও ইরকনের মধ্যে চুক্তি 

উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের (NE RAILWAY) জেনারেল ম্যানেজার চেতনকুমার শ্রীবাস্তব এবং ইরকন-এর চিফ ম্যানেজিং ডিরেক্টর এইচ. এম. গুপ্তা সাক্ষর করেছেন এই সমঝোতা চুক্তিতে। চুক্তি অনুযায়ী, ইরকন লামডিং ও তিনসুকিয়া ডিভিশনের ওভারহেড ইকুইপমেন্ট (ওএইচই) এবং পাওয়ার সাপ্লাই ইনস্টলেশন (পিএসআই)-এর রক্ষণাবেক্ষণ করবে।

NE RAILWAY

দ্রুততার সাথে বৈদ্যুতিকীকরণের কাজ চলছে লামডিং ও তিনসুকিয়া ডিভিশনে। ইতিমধ্যেই বৈদ্যুতিকীকরণের কাজ সম্পন্ন হয়েছে সিংহভাগ সেকশনে। আগামী বছর জুনের মধ্যে অবশিষ্ট ৪২৫ আরকেএম চালু করার লক্ষ্যমাত্রা নিয়েছে রেল (NE RAILWAY)। এই অবস্থায় বৈদ্যুতিকীকরণের কাজের রক্ষণাবেক্ষণ অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়েছে।

আরোও পড়ুন : পোশাক বিধি লঙ্ঘন করে পরেছিলেন জিন্স! টুর্নামেন্ট থেকে বাদ পড়তেই গর্জে উঠলেন ম্যাগনাস কার্লসেন

বৈদ্যুতিকীকরণের কাজের রক্ষণাবেক্ষণ ও অন্যান্য ত্রুটি-বিচ্যুতি শনাক্তকরণের জন্য ২ বছরের সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে ইরকন ও উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা একটি প্রেস বার্তায় জানিয়েছেন, ভারত ও বিদেশে জটিল ভূখণ্ডে প্রত্যাহ্বানমূলক পরিকাঠামোর প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে ১৯৭৬ সাল থেকে ইরকন সুনামের সাথে কাজ করে আসছে।

ANI 20240705033757

এই চুক্তি স্বাক্ষরের ফলে ওভারহেড ইকুইপমেন্ট এবং পাওয়ার সাপ্লাই ইনস্টলেশন-এর রক্ষণাবেক্ষণ করা হবে লামডিং এবং তিনসুকিয়া ডিভিশনে। ভারতে ১৬৫০ টিরও বেশি বড় পরিকাঠামো প্রকল্প এবং ৩১ টিরও বেশি দেশে ৯০০ টিরও বেশি বড় প্রকল্পের দায়িত্বে ছিল ইরকন। ২০২৩ সালে ইরকন ইন্টারন্যাশনালকে ‘নবরত্ন’ মর্যাদা দেওয়া হয় অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর