জবার পর দত্তবাড়ির ‘তারকাটা’ পর্ণা! ফাঁস হয়ে গেল ‘নীম ফুলের মধু’র নায়িকা পল্লবী শর্মার পারিশ্রমিক

বাংলা হান্ট ডেস্ক : বাংলা সিরিয়ালের জগতে অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন পল্লবী শর্মা (Pallavi Sharma)। এই মুহূর্তে তাঁকে দেখা যাচ্ছে জি বাংলার সুপার হিট মেগা সিরিয়াল ‘নীম ফুলের মধু’-তে। বরাবরই খুবই বাছাই করা কাজ করতে পছন্দ করেন অভিনেত্রী (Pallavi Sharma)। এই কারণে দীর্ঘদিনের কেরিয়ারে এখনও পর্যন্ত মাত্র দুটি সিরিয়ালে অভিনয় করেছেন পল্লবী (Pallavi Sharma)।

পল্লবী শর্মার (Pallavi Sharma) পারিশ্রমিক কত?

পল্লবী অভিনীত প্রথম সিরিয়াল ছিল স্টার জলসার ব্লকবাস্টার হিট ‘কে আপন কে পর।’ এই ধারাবাহিককে জবার চরিত্রে অভিনয় করেই দর্শক মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। এই জবার চরিত্রে পল্লবীর আজগুবি সব কাণ্ডকারখানা দেখি সোশ্যাল মিডিয়ায় বয়ে যেত মিমের বন্যা। প্রথম সিরিয়াল শেষ হওয়ার পর মাঝে বেশ কিছুদিনের বিরতি নিয়েছিলেন অভিনেত্রী।

তারপর আবার স্বমহিমায়  তিনি ফিরে এসেছেন। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘নীম ফুলের মধু ‘র দৌলতেই পল্লবী এখন দত্তবাড়ির বৌমা। পর্দায় সাহসী সাংবাদিকের চরিত্রে অভিনয় করে আরও একবার দর্শকদের মন জয় করে নিয়েছেন অভিনেত্রী। প্রসঙ্গত নতুন ট্রেন্ডে গা ভাসিয়ে অধিকাংশ বাংলা সিরিয়াল খুব কম সময়ে বন্ধ হয়ে যাচ্ছে।

আরও পড়ুন : ভরা সভায় আবীরকে এ কি নামে ডাকছেন শ্রাবন্তী? শুনেই অস্বস্তিতে পড়লেন অভিনেতা

কিন্তু সে দিক দিয়ে ব্যতিক্রমী পল্লবী অভিনীত এই মেগা সিরিয়াল। এই মুহূর্তে বাংলা টেলিভিশনের অন্যতম পুরনো মেগা সিরিয়াল হওয়া সত্ত্বেও এখনও  পর্যন্ত এই ধারাবাহিকের টিআরপি রেটিং কিন্তু বেশ হাই। ধারাবাহিকে পল্লবীর বিপরীতে সৃজনের ভূমিকার অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা রুবেল দাস। পর্দার সৃজন-পর্ণা দর্শকদের অত্যন্ত পছন্দের জুটি। তবে রীল লাইফ নয় অধিকাংশ তারকাদেরই রিয়েল লাইফ সম্পর্কে জানার জন্য বেশি কৌতুহল থাকে অনুরাগীদের।

Pallavi Sharma

ব্যতিক্রমী নন পর্ণা  অভিনেত্রী পল্লবীর অনুরাগীরাও। পল্লবী এই মুহূর্তে বাংলা টেলিভিশনের প্রথম সারির নায়িকাদের মধ্যে অন্যতম। তাই তাঁর  পারিশ্রমিক যে বেশ চড়া হবে তা বলাই বাহুল্য। একটি বিনোদন মূলক ওয়েব সাইট থেকে জানা যাচ্ছে, এই মুহূর্তে পল্লবীর পারিশ্রমিক আনুমানিক ১ লক্ষ ৭০  হাজার টাকা।


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর