ঘটে গেল ভয়ানক কাণ্ড! পা ঠিক হতে না হতেই ফের হাসপাতালে ভর্তি রুবেল দাস

বাংলা হান্ট ডেস্ক : ‘নিম ফুলের মধু’ (Neem Phuler Madhu) খ্যাত অভিনেতা রুবেল দাসের (Rubel Das) জীবনে এখন বিপদের ঘনঘটা। প্রথমে তো সিরিয়ালের শ্যুটিং করতে গিয়ে পা ভাঙেন। সেই চক্করে একটা লম্বা সময় পর্যন্ত হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শ্যুটিং-ও করেছিলেন বিছানায় শুয়ে শুয়েই। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও হাসপাতালায় ভর্তি হলেন অভিনেতা।

সূত্রের খবর, পা সুস্থ হয়ে শুটিং ফ্লোরে ফিরতে না ফিরতেই ফের অসুস্থ হয়ে পড়েছিলেন নিম ফুলের মধু ধারাবাহিকের সৃজন। পরিবার সূত্রে খবর, অভিনেতা নাকি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পড়েছেন। গতবারের মত এবারও তার ছায়াসঙ্গী হয়ে রয়েছেন প্রেমিকা শ্বেতা ভট্টাচার্য। প্রেমিকের দেখভালের দায়ভার সবটাই তুলে নিয়েছেন নিজের কাঁধে।

এর আগেও যখন রুবেলের পা ভেঙেছিল তখনও ঢাল হয়ে তার পেছনে দাঁড়িয়েছিলেন শ্বেতা। ক্রমাগত ভরসা জুগিয়েছিলেন অভিনেত্রী। আর এবার যখন রুবেল ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন তখনও শ্বেতা হাতে হাত রেখে জানান দিয়েছেন যে তিনি পাশে আছেন। এমনকি গোটা পুজোয় ঠাকুর না দেখে প্রেমিকের সঙ্গে হাসপাতালেই কাটিয়েছেন তিনি।

আরও পড়ুন : বড় ঝটকা, গোটা দেশে নিষিদ্ধ হল শাহরুখের ‘জওয়ান’! কারণ জানলে চমকে উঠবেন

প্রসঙ্গত উল্লেখ্য, এইদিন নিজের অনুরাগীদের বিজয়ার শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। সাথে নিজের শরীরের আপডেটও জানিয়েছেন। রুবেল লিখেছেন, ‘শুভ বিজয়া জানাই সকলকে। এবার পুজো আমার কেটেছে ডেঙ্গির সঙ্গে। দ্বিতীয়া থেকে শুরু করে এখনও লড়াই শুধু সুস্থ হওয়া নিয়ে। তবে পরিবার পাশে না থাকলে এই লড়াই অনেক কঠিন ছিল, বিশেষ করে শ্বেতা না থাকলে সুস্থ হওয়া খুবই কঠিন ছিল। আমার জন্যে তুমি নিজে ঠাকুর দর্শন পর্যন্ত করলে না।’

আরও পড়ুন : একফ্রেমে রচনা ও মদন মিত্র, কানে কানে কী বলছেন বিধায়ক? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি

 

View this post on Instagram

 

A post shared by Rubel Das (@rubel.official)

 

পাশাপাশি প্রেমিকার প্রশংসায় পঞ্চমুখ হয়ে রুবেল জানান, শ্বেতা তার জন্য এতটাই করেছেন যে তার মনে হয়েছে স্বয়ং মা দূর্গা তার সাথে রয়েছেন। তিনি দেবীর কাছে না থাকলেও দেবী তার সাথে ছিলেন। রুবেল বলেন, ‘সারাদিন আমাকে খাইয়ে দেওয়া থেকে শুরু করে, ডক্টরের সঙ্গে কথা বলা, আমার ওষুধ, আমার ব্লাড টেস্ট, প্লেটলেট নিয়ে চিন্তা, আমাকে মানসিক শক্তি দেওয়া, আমার প্রত্যেক বিষয়ে খেয়াল রেখেছ তুমি, মনে হল উমা আমার সঙ্গেই ছিল সর্বক্ষণ, তাই আমি এখন সুস্থ। কৃতজ্ঞ তোমার কাছে।’

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর