ডান্স প্লাসের মঞ্চেই শক্তি মোহনকে প্রপোজ করলেন ‘সোনার ছেলে’ নীরজ চোপড়া, মন ভাঙলো রাঘবের

Last Updated:

বাংলাহান্ট ডেস্ক: ‘সোনার ছেলে’ নীরজ চোপড়া (neeraj chopra)। টোকিও অলিম্পিকে ভারতের হয়ে স্বর্ণপদক জেতার পরেই এমন উপাধি পেয়েছেন তিনি। মাত্র ২৩ বছর বয়সে দ্বিতীয় ভারতীয় অ্যাথলিট হিসেবে ব‍্যক্তিগত ইভেন্টে সোনার পদক জিতেছেন এই জ‍্যাভলিন থ্রোয়ার। তারপর থেকেই তাঁর ব‍্যক্তিগত জীবন নিয়ে আগ্রহ বেড়ে যায় সকলের। প্রেমিকা আছে কিনা, এমনকি তাঁর যৌনজীবন নিয়েও প্রশ্নের মুখে পড়তে হয়েছে নীরজকে।

কিন্তু প্রতিবারই মিষ্টি হাসি আর মার্জিত উত্তর দিয়ে সকলের মন জয় করে নিয়েছেন নীরজ। এবারেও হয়েছে তেমনটাই। সদ‍্য ডান্স রিয়েলিটি শো ডান্স প্লাস ৬ এ অতিথি হয়ে এসেছিলেন নীরজ। সেখানেই বিচারক শক্তি মোহনকে প্রকাশ‍্যে প্রেম পৃরস্তাব দিতে দেখা যায় তাঁকে। মিষ্টি ভিডিওটি মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে নেটদুনিয়ায়।


রিয়েলিটি শোয়ের মঞ্চে প্রায়শই শক্তির সঙ্গে খুনসুটি করতে দেখা যায় ডান্সার তথা সঞ্চালক রাঘব জুয়ালকে। বারে বারে শক্তির কাছে প্রেমের কথা প্রকাশ করেন তিনি। কিন্তু পাত্তা দেন না বিচারক। এদিন শক্তি নীরজকে বলেন তাঁর হাত ধরে তাঁকে প্রোপোজ করে রাঘবকে দেখাতে কীভাবে কাজটা করতে হয়।

শক্তির কথা শুনে লজ্জায় লাল হয়ে যান নীরজ। মঞ্চে এসে রাঘবের হয়ে বোঝাতেও দেখা যায় তাঁকে। নীরজের মিষ্টি হাসি, লাজুক স্বভাব অচিরেই মন কেড়ে নিয়েছে দর্শকদের। সোশ‍্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে ভিডিওটি।

https://www.instagram.com/p/CUUA2aADaU4/?utm_medium=copy_link

এদিন নীরজকে আরো একটি প্রশ্ন করা হয় শো তে। তিনি জনপ্রিয় হওয়ার পর থেকেই গুগলে সবথেকে বেশিবার এই প্রশ্নটির উত্তরই খোঁজা হয়েছে, আর তা হল নীরজের সঙ্গে কুণ্ডলী কীভাবে মেলানো যাবে? উত্তরে লাজুক স্বরে পদকজয়ী জানান, এসব বিষয়ে কোনোদিনই তাঁর কোনো ধারনা ছিল না।

 

তবে এদিন নীরজ এও জানান, তাঁর জীবনে এখন কোনো বিশেষ মানুষ নেই। তবে কেউ আসলে তিনি চাইবেন তাঁরও যেন খেলাধূলায় আগ্রহ থাকে। একে অপরের প্রতি সম্মান, পরিবারের প্রতি সম্মান থাকলেই সেটা আদর্শ সম্পর্ক হয় বলে মনে করেন নীরজ।

সম্পর্কিত খবর

X