‘সোনা জিততে পারলেই…’ অনুরাগীদের কী বার্তা দিলেন নীরজ চোপড়া?

শুরু হয়ে গিয়েছে অলিম্পিক্স ২০২৪। প্রত্যেক প্রতিযোগীরাই দেখাচ্ছে তাঁদের দূর্দান্ত পারফরম্যান্স। কেউ কাউকে এক চুলও জমি ছাড়তে রাজী নয়। সামনে আসছে একাধিক প্রতিযোগীদের সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য। ইতিমধ্যেই প্যারিসে পৌঁছে গিয়েছে নিরোজ চোপড়া (Neeraj Chopra)। ভারতের সোনার ছেলে সে। একবার নয় একাধিকবার বিশ্বের সামনে ভারতবাসীকে গর্বিত করেছেন তিনি। আবারও সেই সুযোগ কড়া নাড়ছে নীরজের দরজায়।

প্যারিসে পৌঁছে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেন নীরজ (Neeraj Chopra)। আশর্যকর বিষয় হল, সেখানেও তাঁর দুই ভারতীয় ভক্ত পৌঁছে গিয়েছে তাঁর সঙ্গে দেখা করতে। ইতিমধ্যেই একাধিক ব্রোঞ্জ জিতেছে ভারত। তবে ভারতীয়রা সোনার পদকের আশা করছে নীরজের থেকেই। সেই আশায় আরও জোর আনছে খোদ জ্যাভলিন তারকা। প্যারিসে পৌঁছেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি। সেই ভিডিয়োও এবার প্রকাশ্যে।

Neeraj Chopra

ভারতীয়রা সোনার পদকের আশা করছে নীরজের (Neeraj Chopra) থেকেই

প্যারিসে পৌঁছে নীরজ সংবাদমাধ্যম গুলিকে একটি কথায় জানিয়েছেন, তিনি যদি এই বিশ্ব দরবারে ভারতকে সোনা এনে দিতে পারেন, তাহলে সেখানেই তিনি ভারতের পতাকা উত্তোলন করবেন। এই কথায় ভরসা পাচ্ছে ভারতীয়রাও। এর আগে টোকিও অলিম্পিক্সে ভারতকে সোনা এনে দিয়েছিলেন নীরজ। এই ঘটনার জন্যই তাঁর উপর এতটা নির্ভর ভারতীয়রা।

চলতি অলিম্পিক্সে জ্যভলিন থ্রো গেমটি শুরু হতে চলেছে আগামী মঙ্গলবার অর্থাৎ ৬ অগাষ্ট। নিজের খেলা দেখতে অধীর আগ্রহে বসে একাধিক ভারতীয়রা। এমতাবস্থায় নিরিজের প্রধান প্রতিপক্ষ হিসেবে দেখা যাবে আরশাদ নাদিম, জুলিয়ান ওয়েবার, ম্যাক্স ডেহিংকে। পাকিস্তান, ভারত, জার্মানির জ্যবলিন তারকাদের। এছাড়াও অন্যান্য একাধিক তারকারাও হতে পারে নীরজের পথের কাঁটা।

Pousali Chakraborty
Pousali Chakraborty

সংবাদের প্রতি টানে ব্রেকিংয়ের দুনিয়ায় পা দেওয়া পৌষালীর। দর্শন নিয়ে স্নাতকে এগোলেও পরবর্তী পথ চলাটা খবরের দিকে ঘুরে যায়। জীবনে আসে যাদবপুর থেকে পড়ার অল্প সময়ের সুযোগ। টলিপাড়ায় উঁকি দেওয়া থেকে বাইশ গজের পিচে কার ঝুলিতে কত রান, দুই দিকেই নজর ঘোরাতে ভালোবাসেন পৌষালী। পর্দার অনুষ্কা-মাঠের বিরাট দু'জনের খবর সমান তালে রাখার চেষ্টা করে। অবসর সময় কাটে নাচ, বই, ম্যাগাজিনে চোখ বুলিয়ে।

সম্পর্কিত খবর