বাংলা হান্ট নিউজ ডেস্ক: গতবছর অলিম্পিকে ভারতের হয়ে সোনা জয়ী জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া টোকিও অলিম্পিকের পর দীর্ঘদিন কোনও প্রতিযোগিতায় নামেননি। কিন্তু গত দু মাসে ট্র্যাকে ফিরে ফের নিজের পারফরম্যান্স দিয়ে সকলকে মুগ্ধ করছেন তিনি। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের ইউজিনে চলতি বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে নিজেকে প্রমাণ করলেন তিনি। কেরিয়ারে প্রথমবারের মতো এই চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছেন তিনি।
এইমুহূর্তে ভারতের ক্রীড়াবিদদের মধ্যে অন্যতম বড় নাম নীরজ এই প্রতিযোগিতায় প্রথম এটেম্পটে ৮৮.৩৯ মিটার জ্যাভলিন নিক্ষেপ করে পুরুষদের ইভেন্টের ফাইনালে নিজের জায়গা নিশ্চিত করে নিয়েছেন। ২৪ বছর বয়সী তারকার সঙ্গে প্রতিযোগিতায় বিশ্বের আরও ৩৪ জন জ্যাভলিন নিক্ষেপকারীও অংশ নিয়েছিলেন। তাদের সঙ্গে হওয়া প্রতিযোগিতায় নীরজ নিজের কেরিয়ারের তৃতীয় সেরা থ্রো-টি সামনে এনেছেন।
এই ৩৪ জন প্রতিযোগিকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছিল। দুটি গ্রূপের মধ্যে থেকে নীরজ তার কেরিয়ারের তৃতীয় সেরা থ্রো করে ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করতে পেরেছিল। নীরজ ছাড়াও গ্রূপ বি-তে ভারতীয় প্রতিযোগী রোহিত যাদবকে অংশ নিতে দেখা গিয়েছে।
৩৪ জনের মধ্যে ১২ জন জ্যাভলিন নিক্ষেপকারী এই প্রতিযোগিতায় ফাইনালে জায়গা করেছে। আসন্ন রবিবার অর্থাৎ ২৪ শে জুলাই ভারতীয় সময় সকাল ৭.০৫ মিনিটে চ্যাম্পিয়নশিপে সোনার জন্য ট্র্যাকে নামবেন এই ক্রীড়াবিদরা। নীরজ ফিনল্যান্ডের কুওর্তেন গেমসে এক মাস আগে সোনা জিতেছেন। কমনওয়েলথ গেমসের আগে চলতি বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপেও নিজেকে প্রমাণ করতে চাইবেন তিনি।