বাংলা হান্ট ডেস্ক: ২০২৫ সালের ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতের সবচেয়ে বড় পদক প্রত্যাশী নীরজ চোপড়া (Neeraj Chopra) তাঁর দক্ষতা দেখিয়ে ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করেছেন। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন নীরজ পুরুষদের জ্যাভলিন থ্রো-ইন স্টাইলে তাঁর শিরোপা রক্ষার লড়াই শুরু করেন। যেখানে তিনি মাত্র একটি প্রচেষ্টায় ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করেন। ২০২৩ সালে এই ইভেন্টে নীরজ গোল্ড মেডেল জিতেছিলেন এবং তিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপে গোল্ড মেডেল জয়ী প্রথম ভারতীয় ক্রীড়াবিদ হয়ে ওঠেন।
সহজেই ফাইনালে পৌঁছেছেন নীরজ (Neeraj Chopra):
নীরজ একটি থ্রোয়ে পৌঁছে যান ফাইনালে: জাপানের টোকিওতে চলা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে, ১৭ সেপ্টেম্বর অর্থাৎ বুধবার পুরুষদের জ্যাভলিন থ্রোয়ের কোয়ালিফিকেশন রাউন্ড সম্পন্ন হয়। যেখানে নীরজ চোপড়া (Neeraj Chopra) গ্রুপ “এ”-তে ছিলেন। ওই গ্রুপ থেকে ফাইনালে ওঠার জন্য সচিন যাদবও প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। যখন নীরজের পালা আসে, তখন এই অলিম্পিক চ্যাম্পিয়ন তাঁর ট্রেডমার্ক স্টাইলে মাত্র একটি থ্রো দিয়ে লক্ষ্য পূরণ করে ফেলেন।
নীরজের (Neeraj Chopra) প্রথম থ্রোটি ছিল ৮৪.৮৫ মিটারের। যেটি তাঁকে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার সম্পন্ন হতে চলা ফাইনালে পৌঁছনোর ছাড়পত্র প্রদান করে। ফাইনালের জন্য কোয়ালিফাইং মার্ক ছিল ৮৪.৫০ মিটার। নীরজ সহজেই তাঁর প্রথম প্রচেষ্টায় এটি সম্পন্ন করেন। এরপর নীরজ আর থ্রো করেননি। বরং, ফাইনালের জন্য তাঁর শক্তি সঞ্চয় করার সিদ্ধান্ত নেন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর জন্মদিনে এল পুতিনের ফোন! জানালেন শুভেচ্ছা, ভারত-রাশিয়া সম্পর্কে দিলেন বিশেষ বার্তা
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, টোকিওতে সম্পন্ন হওয়া ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে নীরজের (Neeraj Chopra) দিকে সবার বিশেষ নজর রয়েছে। আগামীকাল তিনি ফাইনালে মুখোমুখি হবেন পাকিস্তানের আরশাদ নাদিমের। এছাড়াও, জার্মানি এবং চেক প্রজাতন্ত্রের প্রতিপক্ষদের চ্যালেঞ্জও সামলাতে হবে নীরজকে।
আরও পড়ুন: চলতি মাসেই বঙ্গোপসাগরে ক্ষেপণাস্ত্র পরীক্ষা! জারি NOTAM, সামনে এল দিনক্ষণ
এই ক্রীড়াবিদরাও যোগ্যতা অর্জন করেছেন: জানিয়ে রাখি যে, নীরজ (Neeraj Chopra) ছাড়াও, গ্রুপ “এ” থেকে আরও দুই ক্রীড়াবিদ সরাসরি যোগ্যতা অর্জন করেছেন। জার্মানির জুলিয়ান ওয়েবার তাঁর দ্বিতীয় প্রচেষ্টায় ৮৭.২১ মিটার থ্রো-র মাধ্যমে যোগ্যতা অর্জন করেছেন। গত মাসে তিনি নীরজকে হারিয়ে ডায়মন্ড লিগের ফাইনাল জিতেছিলেন। এদিকে, পোল্যান্ডের দাউদ ওয়াগনারও ৮৫.৬৭ মিটারের কেরিয়ারের সেরা থ্রোর মাধ্যমে ফাইনালে পৌঁছেছেন।