বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ২৭ শে আগস্ট, রবিবার। ভারতের ক্রীড়া জগতে একটি নতুন ইতিহাস লিখে ফেললেন ভারতকে অলিম্পিক থেকে সোনা এনে দেওয়া ক্রীড়াবিদ নীরজ চোপড়া (Neeraj Chopra)। হাঙ্গেরির রাজধানী, বুদাপেস্টে পুরুষদের জ্যাভলিন থ্রো ফাইনাল ইভেন্টে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে (World Athletic Championships) স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় অ্যাথলিট হয়েছেন তিনি। গোটা বিশ্ব তাকে আবারও কুর্নিশ জানাতে বাধ্য হচ্ছে।
এইদিন বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনালে নীরজ নিজের দ্বিতীয় প্রচেষ্টায় ৮৮.১৭ মিটার দূরত্বে জ্যাভলীন নিক্ষেপ করতে পেরেছিলেন। ভারতীয় ক্রীড়া জগতে ইতিহাস সৃষ্টি করার জন্য এই একটি থ্রো যথেষ্ট ছিল। নীরজের এই নতুন কৃতিত্ব ২০২২ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনালের থেকে তার পারফরম্যান্সে একটি উল্লেখযোগ্য উন্নতি চিহ্নিত করে। গতবছর তিনি এই প্রতিযোগিতায় রৌপ্য পদক অর্জন করেছিলেন। আর এইবছর সাফল্যের শীর্ষস্থানে পৌঁছে গেলেন তিনি।
যদিও ভারতকে অলিম্পিকের মঞ্চে গর্বিত করা এই ক্রীড়াবিদের গতকাল শুরুটা ভালো হয়নি। নিজের প্রথম প্রচেষ্টায় মাত্র ৭৯ মিটার দূরে জ্যাভলীনটি নিক্ষেপ করতে সক্ষম হয়েছিলেন তিনি। নিজেই বুঝে গিয়েছিলেন যে তার চেষ্টা ঠিকঠাক হয়নি এবং সেই জন্য ইচ্ছাকৃতভাবে ফাউল করে এই প্রচেষ্টাটি-কে লিপিবদ্ধ করা থেকে বিরত রাখেন আয়োজকদের।
ভারতীয় ক্রীড়াপ্রেমীদের যে ব্যাপারটা আরও খুশি করছে সেটা হল পাকিস্তানের তারকা জ্যাভলীন থ্রোয়ার আর্শাদ নাদিমের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর নীরজ তাকে অতি স্বল্প ব্যবধানে হারিয়ে এই স্বর্ণ পদকটি নিশ্চিত করেছেন। নাদিমের সর্বোচ্চ থ্রো ৮৭.৮২ মিটার দূরত্ব অতিক্রম করেছিল। ভারতের বাকি ২ জ্যাভলীন থ্রোয়ার কিশোর জানা ও ডিপি মানু যথাক্রমে পঞ্চম ও ষষ্ঠ স্থানে ফিনিশ করেছেন।
আরও পড়ুন: বিশ্বকাপের ব্যর্থতা অতীত! এই প্রতিযোগিতায় ভারতের মুখ উজ্জ্বল করতে কলকাতা আসছেন প্রজ্ঞানানন্দ
আজ অবশ্য ফাইনালে সোনা জিতলেও এটি নীরজের শ্রেষ্ঠ পারফরম্যান্স নয় এই টুর্নামেন্টে। তিনি বিশ্বচ্যাম্পিয়নশিপ ফাইনালের যোগ্যতা অর্জনের জন্য যে থ্রো-টি করেছিলেন সেটি অতিক্রম করেছিল ৮৮.৭৭ মিটার দূরত্ব। প্রথম প্রচেষ্টাতেই ফাইনালে যোগ্যতা অর্জন করার পাশাপাশি পেয়ে গিয়েছিলেন প্যারিস অলিম্পিকের টিকিটও। ভারতের ক্রীড়াপ্রেমীরা আশা করবেন ফ্রান্সের মাটিতেও ভারতের পতাকা একইভাবে গর্বে রাঙিয়ে দেবেন নীরজ।