ফের মহানুভবতার পরিচয় নেহা কক্করের, দেনায় জর্জরিত সঙ্গীত শিল্পীকে দিলেন পাঁচ লক্ষ টাকা

বাংলাহান্ট ডেস্ক: বলিউডে (bollywood) জনপ্রিয় গায়িকাদের মধ্যে অন্যতম হলেন নেহা কক্কর (neha kakkar)। দীর্ঘদিন ধরেই হিন্দি গানের জগতে রয়েছেন তিনি। নিজের জায়গা বেশ ভাল মতোই কায়েম করে নিয়েছেন। একের পর এক হিট গান গেয়ে অনুরাগীদের মন জয় করতে নেহার জুড়ি মেলা ভার। তাঁর নিজেরই রয়েছে একটি আলাদা গায়কী।

তবে শুধু সুন্দর গানের গলাই নয়, খুব সুন্দর মনেরও অধিকারী নেহা। এর আগেও ইন্ডিয়ান আইডলের মঞ্চে তাঁর মহানুভবতা দেখেছেন সকলে। এবার ফের একবার তাঁর সুন্দর মনের পরিচয় পেল অনুরাগীরা। সঙ্গীত শিল্পী সন্তোষ আনন্দের উদ্দেশে সাহায‍্যের হাত বাড়িয়ে দিয়েছেন নেহা।

neha kakkar
সম্প্রতি ইন্ডিয়ান আইডলের মঞ্চে সঙ্গীত পরিচালক পেয়ারেলালের সঙ্গে এসেছিলেন সন্তোষ আনন্দ। সেখানেই নিজের আর্থিক দুরবস্থার কথা জানান তিনি। অত‍্যন্ত কষ্টের মধ‍্যে দিন গুজরান করছেন তিনি। তাঁর কষ্টের কথা শুনে আবেগতাড়িত হয়ে পড়েন নেহা কক্কর। পাঁচ লক্ষ টাকা আর্থিক সাহায‍্যের কথাও বলেন তিনি।

শুধু তাই নয়, গানের জগতের ব‍্যক্তিত্বদেরও নেহা অনুরোধ করেন সন্তোষ আনন্দকে সাহায‍্য করার জন‍্য, তাঁকে কাজ দেওয়ার জন‍্য। শোয়ের আরেক বিচারক বিশাল ডাডলানিও তাঁকে অনুরোধ করেন নিজের গাওয়া কিছু গান শেয়ার করার জন‍্য যাতে সেগুলি রিলিজ করা যায়।

এর আগেও এক দরিদ্র প্রতিযোগীর পাঁচ হাজার টাকার ধার শোধ করতে তাকে ১ লক্ষ টাকা পুরস্কার দেন নেহা। মুম্বইয়ের শাহজাদ আলি অত‍্যন্ত কষ্টে মানুষ হয়েছে। মাথার উপর নেই তার পাকা ছাদও। কিন্তু তার গান গাওয়ার স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি কিছুই।
শাহজাদ জানায়, সে যাতে ইন্ডিয়ান আইডলে আসার সুযোগ পায় সে জন‍্য তার ঠাকুমা ৫ হাজার টাটা ধার নিয়েছে। সেই ধার এখনো শোধ দেওয়া হয়নি। এই কথা শুনে ও শাহজাদের অসামান‍্য কণ্ঠস্ব‍র শুনেই চোখে জল চলে আসে নেহার।

এক বড়সড় সিদ্ধান্ত নেন তিনি। শাহজাদের ঠাকুমা যাতে ওই পাঁচ হাজার টাকার ধার শোধ করতে পারেন ও তাদের যাতে একটি পাকা বাড়ি হয় সে জন‍্য এক লক্ষ টাকা পুরস্কার শাহজাদকে দেওয়ার কথা ঘোষনা করেন তিনি। অপরদিকে আরেক বিচারক বিশাল ডাডলানিও একজন সঙ্গীত গুরুর ব‍্যবস্থা করেন শাহজাদের জন‍্য।

Niranjana Nag

সম্পর্কিত খবর