সর্দার প্যাটেলকে কেন্দ্রীয় মন্ত্রী বানাতে চায়নি নেহরু! দাবি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেতা নটবর সিং এর

বাংলা হান্ট ডেস্কঃ ১৯৪৭ সালে দেশের প্রথম ক্যাবিনেটে সর্দার বল্লভ ভাই প্যাটেলকে (Vallabhbhai Patel) দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহর লাল নেহরু (Nehru) দ্বারা যুক্ত না করার দাবির পর এবার প্রাক্তন বিদেশ মন্ত্রী তথা কংগ্রেসের নেতা নটবর সিং (Natwar Singh) মুখ খুললেন। সম্প্রতি ভারতের বর্তমান বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর নারায়ণ বসুর লেখা বই ‘ভিপি মেননঃ দ্য আনসাং আর্কিটেক অফ মডার্ন ইন্ডিয়া” এর সুত্র থেকে বলেন যে, পণ্ডিত জওহর লাল নেহরু সর্দার বল্লভ ভাই প্যাটেলকে মন্ত্রী হতে দেনন। কংগ্রেসের নেতা তথা প্রাক্তন বিদেশ মন্ত্রী নটবর সিং এই কথাতে সহমতি জানিয়েছেন।

নটবর সিং সানডে গার্ডিয়ান খবরে লেখা একটি অ্যার্টিক্যালে দাবি করা হয়েছে যে, নেহরু সরদার প্যাটেলের নাম প্রথমে তাঁদের নামে তালিকায় যুক্ত করেছিলেন নে, যেখানে প্রথম ক্যাবিনেট মিনিস্টারের নাম ছিল। নটবর সিং নিজের এই দাবি নিয়ে এইচ ডি হোডসন এর লেখা বই দ্য গ্রেট ডিভাইড এর নাম নেন।

উনি লিখেছেন, আমি ১৯৬৯ সালে প্রকাশিত দ্য ডিভাইডে পরেছিলাম যে, পণ্ডিত জওহর লাল নেহরু স্বাধীনতার পর প্রথম ক্যাবিনেট লিস্টে সর্দার প্যাটেলের নাম রেখেছিল না। আর এই নিয়ে ভিপি মেনন আপত্তি জাহির করে লর্ড মাউন্টবেটনের সাথে সাক্ষাৎ করেছিলেন।

ভিপি মেনন ভাইসরয় এর কাছে গিয়ে উনি অশনি সঙ্কেত জাহির করে বলেছিলেন যে, কংগ্রেসে উত্তরাধিকারের লড়াই শুরু হয়েছে আর এরা দেশকে ভাগ করবে। আপনাদের জানিয়ে দিই, সর্দার প্যাটেল কোষাধ্যক্ষ আর সংসদীয় পার্থী নির্বাচন সমিতির সভাপতি ছিলেন।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর