‘আমার ৬ বছরের মেয়েকে নিয়ে আমি চিন্তিত…’ আর জি কর কাণ্ডে মুখ খুললেন নীল নিতিন মুকেশ

আর জি করের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ভয়াবহ ঘটনা গোটা দেশকে স্তম্ভিত করেছে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ, চিকিৎসা জগত, সেলিব্রেটি সহ প্রত্যেকেই। এতে দেশের নারী নিরাপত্তার সমস্যা নিয়ে কথা বলা হয়। হৃতিক রোশন, কঙ্গনা রানাউত, আলিয়া ভাট, অনুষ্কা শর্মার মতো বলিউড সেলিব্রিটিরা ঘটনার নিন্দা করেছেন। এবার অভিনেতা নীল নিতিন মুকেশ (Neil Nitin Mukesh) এ বিষয়ে নিজের মতামত প্রকাশ করেছেন এবং তাঁর মেয়েকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা নীল নীতিন মুকেশ (Neil Nitin Mukesh) কলকাতায় ঘটে যাওয়া ভয়াবহ ঘটনা সম্পর্কে তাঁর মতামত প্রকাশ করেছেন। ঘটনার কথা জানতে পেরে তিনি জানান, তাঁর স্ত্রী ও মেয়ে শ্বশুর বাড়িতে গিয়েছে। তিনি একা থাকায় ঘটনা জানার পর এক ঘণ্টারও বেশি সময় ধরে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, ‘আমি যখন প্রথম এই খবর শুনি, তখন বাড়িতে একা ছিলাম। আমার স্ত্রী ও মেয়ে তাদের মায়ের বাড়িতে গিয়েছিল। আমি বাড়িতে একা ছিলাম এবং এই খবর শোনার পর আমার চোখে জল এসে গেল এবং কাঁদতে লাগলাম। এক ঘণ্টা নিজের কান্না থামাতে পারেনি। তারপর আমি আমার স্ত্রীকে ফোন করে তাঁর সঙ্গে এই বিষয়ে কথা বলার চেষ্টা করেছি। কিন্তু পারিনি।

   

Neil Nitin Mukesh

নীল নিতিন মুকেশ (Neil Nitin Mukesh) আর জি করের বিষয়ে নিজের মতামত প্রকাশ করেছেন

কলকাতার ঘটনার পর দেশজুড়ে অগণিত অভিভাবক তাদের মেয়েদের নিরাপত্তা নিয়ে চিন্তিত। মামলাকে কেন্দ্র করে সারাদেশে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে এবং জনগণ বিচার দাবি করছে। একইভাবে, নিল একজন বাবা হিসেবে তার উদ্বেগ প্রকাশ করেছেন এবং শেয়ার করেছেন যে তিনি একজন আবেগপ্রবণ মানুষ এবং অন্য যেকোনও বাবার মতো তিনি তার মেয়ের ভবিষ্যত নিয়ে চিন্তিত। তিনি জানান, এ ঘটনার পর তিনি তার মেয়ে নুরভির ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তিত।

নীল বলেন, ‘আমি একজন আবেগপ্রবণ মানুষ, একথা অনেকেই জানেন। আমি জানি আমি একজন পারিবারিক লোক। আমি সবসময় আমার মেয়ের সাথে রিল শেয়ার করি। প্রত্যেক বাবার মতো আমিও আমার মেয়ের ভবিষ্যৎ নিয়ে ভাবি, কাল সে বড় হয়ে কী করবে তা নিয়ে আমি ভয় পাই।’

Pousali Chakraborty
Pousali Chakraborty

সংবাদের প্রতি টানে ব্রেকিংয়ের দুনিয়ায় পা দেওয়া পৌষালীর। দর্শন নিয়ে স্নাতকে এগোলেও পরবর্তী পথ চলাটা খবরের দিকে ঘুরে যায়। জীবনে আসে যাদবপুর থেকে পড়ার অল্প সময়ের সুযোগ। টলিপাড়ায় উঁকি দেওয়া থেকে বাইশ গজের পিচে কার ঝুলিতে কত রান, দুই দিকেই নজর ঘোরাতে ভালোবাসেন পৌষালী। পর্দার অনুষ্কা-মাঠের বিরাট দু'জনের খবর সমান তালে রাখার চেষ্টা করে। অবসর সময় কাটে নাচ, বই, ম্যাগাজিনে চোখ বুলিয়ে।

সম্পর্কিত খবর