লকডাউনে নেপালে ঢুকছিল চীনের লোকজন, চাইনিজদের ব্যাপক মারধর করল নেপালিরা

ইতিমধ্যেই নেপালে কর্মরত চীনা নাগরিকদের সাথে স্থানীয় নাগরিকদের একটা সংঘর্ষ বেঁধেছে। চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস ইতিমধ্যে মৃত্যু দূত হয়ে এসে পৌঁছেছে পৃথিবীতে। প্রায় সব দেশ এখন করোনা আতঙ্কে দিন কাটাচ্ছে।

দিন থেকে রাত আর রাত থেকে দিন যে কখন চলে যাচ্ছে টা বোঝার উপায় নেই। কারণ বিপদ থেকে বাঁচতে এখন সবাই গৃহ বন্দী। আর চীনের উহানে পরে ইরানে এই রোগের প্রকোপ বেশী বেড়ে গেছিলো। আর এই পরিস্থিতিতে অনেকেই চীনকে দোষ দিয়েছে।

  1. corona 1 1

জানা গিয়েছে করোনার ভাইরাস হ’ল এক প্রকারের বায়োকেমিক্যাল সন্ত্রাসবাদী। আর এরপর থেকেই ক্ষুব্ধ গোটা দুনিয়া। গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৬ লক্ষ ৬৩ হাজার ৯২৮।এখন তা বেড়ে প্রায় ৭লক্ষ কি তার বেশী। এদিকে ভারতের অবস্থায় করুন। কোরোনার থাবায় মৃত্যু হয়েছে প্রায় ৩৩ হাজারের বেশী মানুষের। করোনা ভাইরাস যেন ক্রমশ শক্তিশালি হচ্ছে।

আর তার মধ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত সংখ্যা। আর এসবের মধ্যে সবাই এখন চিন্তিত। জানা গিয়েছে নেপালের দিকে ওই গ্রামে চীনা কর্মচারী তারা লক ডাউন অমান্য করে বাড়ি থেকে বেরোয়, এতেই খেপে যায় ওখানকার বাকি নাগরিকরা। তবে এই পরিস্থিতি সামাল দেওয়া জন্য পুলিশ দুই পক্ষের মধ্যে বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে।

সম্পর্কিত খবর