‘নেপালে বিজেপি সরকার গড়বেন অমিত শাহ’- মন্তব্যকে কেন্দ্র করে অসন্তোষ প্রকাশ নেপালের

ভারত ও নেপালের সম্পর্কের মধ্যে যে ফাটল তৈরি হয়েছিল তা এখন অনেকটাই কমে এসেছে। তবে এখন আরও এক নতুন ইস্যুতে আন্তর্জাতিক দ্বন্দ শুরু হয়েছে। আসলে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব সম্প্রতি এক বিতর্কিত মন্তব্য করেন। তাঁর দাবি, ভারতে বিজেপি প্রাধান্য ছেয়ে যাওয়ার পর নেপাল এবং শ্রীলঙ্কায় বিজেপি সরকার গড়ে তুলবেন অমিত শাহ। ত্রিপুরা সফরে এসে স্বরাষ্ট্রমন্ত্রী এমন আলোচনা করেছেন বলে দাবি তাঁর।

এই মন্তব্যকে কেন্দ্র করেই শুরু হয়েছে নতুন বিতর্ক। নেপাল এই মন্তব্যকে অত্যন্ত গম্ভীরতার সাথে নিয়েছে এবং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর উপর অসন্তোষ প্রকাশ করেছে। লক্ষণীয় বিষয় যে, নেপালে বর্তমানে রাজনৈতিক অস্থিরতা চলছে। খুব শীঘ্রই নেপালে নির্বাচন হবে। আর এমন পরিস্থিতিতে ভারত থেকে এমন বক্তব্য উঠে আসা নেপালের রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

Amit Shah is planning to form BJP governments in Nepal and Sri Lanka, biplab deb

মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বলেছিলেন, ‘বিভিন্ন দেশে কমিউনিস্ট সরকারের রাজ চলায়, কমিউনিস্টরা নিজেদের বিশ্বজোড়া দল বলে মনে করে। কিন্তু বর্তমানে বিজেপি বিশ্বের বৃহত্তম দলে পরিণত হয়েছে। ত্রিপুরা সফরে এসে আগরতলায় দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলে গিয়েছেন- এখন নেপাল এবং শ্রীলঙ্কার দিকে বেশি করে নজর রাখা হচ্ছে’। এই মন্তব্যের পরেই নেপালের সংবাদ মাধ্যমে একের পর এক খবর প্রকাশিত হতে থাকে। যেখনে নেপালের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপের ইচ্ছাপ্রকাশ নিয়ে প্রশ্ন ওঠে। নেপালের বেশকিছু রাজনৈতিক নেতা এবং নেপালের রাজদূতও ভারত থেকে উঠে আসা মন্তব্যের উপর অসন্তোষ প্ৰকাশ করেছেন।

জানিয়ে দি, বর্তমানে নেপালে সবথেকে বড়ো যে পার্টি রয়েছে তা হলো কমিউনিস্ট পার্টি। এছাড়াও কংগ্রেস, PSP এবং রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি রয়েছে। নেপাল কমিউনিস্ট পার্টির মধ্যে এখন ফাটল তৈরি হয়েছে অন্যদিকে ভারত থেকে আসা মন্তব্যের জেরে কংগ্রেস পার্টি বেশ লাভ তুলতে পারে বলে মনে করা হচ্ছে।


সম্পর্কিত খবর