নেপালে ব‍্যাপক রাজনৈতিক অস্থিরতা, প্রাক্তন প্রধানমন্ত্রী চাইলেন মোদীর সমর্থন

বাংলাহান্ট ডেস্কঃ প্রতিবেশি দেশ নেপালের (nepal) রাজনৈতিক পরিস্থিতি এখনও উত্তপ্ত রয়েছে। এই পরিস্থিতিতে পুস্প কমল দহল প্রচণ্ড (Pushpa Kamal Dahal) ভারতের সমর্থনের আবেদন জানিয়েছেন। তিনি জানিয়েছেন, নেপালে এই সময় লোকতন্ত্রের হত্যা হচ্ছে। এই পরিস্থিতিতে ভারতের নির্বাক থাকা মানাচ্ছে না।

সম্প্রতি সময়ে নেপালের কমিউনিস্ট পার্টির মধ্যেকার সমস্যা মেটাতে চীনও মাঠে নেমেছিল, কিন্তু তাতেও কোন সুরাহা হয়নি। বর্তমানে কেপি শর্মা ওলি এবং পুস্প কমল দহল প্রচণ্ডের মধ্যেকার বিবাদের মধ্যে থেকে পুস্প কমল দহল প্রচণ্ডের আবেদন প্রকাশ্যে এসেছে। এক সাক্ষাৎকারে প্রচণ্ড জানিয়েছেন, ভারত প্রথম থেকেই নেপালের লোকতান্ত্রিক আন্দোলনের সমর্থন করে এসেছে। নেপালের সমস্ত জন আন্দোলনে ভারতের ভূমিকা অপরিসীম।

oli 1596885004

পুস্প কমল দেহল প্রচণ্ড আরও বলেছেন, গোটা বিশ্বে নিজেদের লোকতন্ত্রের পাহারাদার বলে জাহির করা ভারত, আমেরিকা, ইউরোপ দেশের এই বিষয়ে নির্বাক থাকার বিষয়টা অত্যন্ত আশ্চর্য্যজনক। তিনি আরও বলেছেন, ‘যদি ভারত লোকতন্ত্রের সমর্থন করে, তাহলে নেপালের প্রধানমন্ত্রীর নেওয়া অলোকতান্ত্রিক পদক্ষেপের বিরোধিতা করা উচিত। চীনও এই পরিস্থিতিতে আমাদের সমর্থন করতে রাজী নয়’।

কিছুদিন আগেই নেপালের মধ্যেকার সমস্যা মেটাতে চীন থেকে একটি প্রতিনিধি মন্ডল নেপালে পাঠানো হয়েছিল। কিন্তু তারাও সেই সমস্যা মেটাতে অসমর্থ হয়। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি নেপালের সংসদ ভেঙ্গে দিয়ে আবারও নির্বাচনের প্রস্তাব দেন। সেইসঙ্গে প্রচণ্ডকেও তাঁর পদ থেকে সরানো হয়। বর্তমানে নেপালের সত্ত্বা নিয়ে দুই নেতার মধ্যে জোর বিবাদ চলছে। এই পরিস্থিতিতে ভারতের সাহায্য ছাড়া নেপালের কোন অগ্রগতি হবে না, সেটা খুব ভালো করেই জানেন এই দুই রাজনৈতিক নেতা। তাই নেপালের পক্ষ থেকে সমস্যার সমাধানের জন্য ডাক পেয়ে ভারত নিশ্চয়ই তাদের সমস্যা সমাধানে এগিয়ে যাবে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর