বাংলাহান্ট ডেস্ক : ‘দেনে ওয়ালা যভ ভি দেতা, দেতা ছপ্পড় ফার কে’ গানটি শুনেছেন? ধনী হতে কে না চায় ? প্রতিটি মানুষই চায় বিলাসবহুল জীবনযাপন করতে। অনেকে দ্রুত ধনী হওয়ার জন্য লটারির আশ্রয় নেন, কিন্তু লটারি জেতার ভাগ্য কজনের থাকে।অপরদিকে লটারির কারণে কখন, কোথায়, কীভাবে, কার ভাগ্য উল্টে যাবে কিছুই বলা যায় না। এমনই কিছু ঘটেছে নেপালের এক ব্যক্তির সাথে যিনি রাতারাতি কোটিপতি হয়ে গেছেন লটারির সাহায্যে।
সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, রাতারাতি বদলে গেছে নেপালের ৩১ বছর বয়সী ওই যুবকের ভাগ্য। নেপালের গুলমি থেকে আসা ভরত বিশ্বকর্মা গত কয়েক বছর ধরে দুবাইয়ে গাড়ি পরিষ্কারের কাজ করছিলেন। UAE এর 94 তম মাজুজ লটারিতে ভরত 10 মিলিয়ন দিরহাম (প্রায় 22 কোটি টাকা) জিতেছেন সম্প্রতি,যায় কারণে এখন তিনি কোটিপতি।
নেপ ওয়েভের রিপোর্ট অনুযায়ী, ভরত তার বন্ধুদের সঙ্গে একটি লটারির টিকিট কিনেছিলেন। সেই টিকিট তার ভাগ্য বদলে দিল।তিনি তার বন্ধুদের সাথে টাকা ভাগ করে নিতে চান বলেও জানিয়েছেন সংবাদমাধ্যমকে। ভরত বলেন যে এই টাকা তিনি তার পরিবারের জন্য ব্যয় করবেন।তার ভাইয়ের অস্ত্রোপচারের জন্য অর্থের প্রয়োজন ছিল। লটারির টাকায় এখন তার ভাইয়ের জীবন রক্ষা পাবে।
ভরতের আর্থিক অবস্থা ভালো ছিল না মোটেও। তিনি প্রতি মাসে মাত্র 1300 দিরহাম (প্রায় 28 হাজার টাকা) আয় করেন গাড়ি পরিষ্কার করে। তিন বছর আগে দুবাই আসেন কাজের আশায়। ভরত আরো জানান যে লটারির টাকা পাওয়ার পরেও তিনি গাড়ি পরিষ্কারের কাজটি ছাড়বেন না।