অসমের ছোট্ট প্রতিযোগীকে ‘মোমো-চাউমিন’ বলে ডাক, সঞ্চালক রাঘবের বিরুদ্ধে বর্ণবিদ্বেষের অভিযোগ

বাংলাহান্ট ডেস্ক: আবারো নেটনাগরিকদের আক্রমণের মুখে রিয়েলিটি শো। উত্তর-পূর্ব ভারতের মানুষদের সম্পর্কে বর্ণবিদ্বেষী মন্তব‍্যের জন‍্য তীব্র সমালোচনার শিকার হলেন ‘ডান্স দিওয়ানে ৩’ এর সঞ্চালক রাঘব জুয়াল (raghav juyal)। অসমের এক প্রতিযোগী সম্পর্কে বর্ণবিদ্বেষী মন্তব‍্য করার জন‍্য নেটিজেনদের ক্ষোভের মুখে পড়তে হয়েছে তাঁকে।

অসমের ছোট্ট প্রতিযোগী গুঞ্জন সিংকে মঞ্চে ডাকার সময় অদ্ভূত ভাষায় কথা বলতে শুরু করেন রাঘব। সঙ্গে ‘মোমো’, ‘চাউমিন’ এর মতো শব্দও ব‍্যবহার করেন তিনি। বিচারকদের আসনে তখন রেমো ডিসুজা, মাধুরী দীক্ষিত, ধর্মেশের মতো নামী তারকা ব‍্যক্তিত্বরা। রাঘবের সঞ্চালনা দেখে হাততালিও দিতে দেখা গিয়েছে তাঁদের।

83065772
ভিডিওটি সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার হতেই সমালোচনার ঢেউ উঠেছে। ২০২১ এ এসেও ভারতের উত্তর পূর্বের বাসিন্দাদের বর্ণবিদ্বেষের শিকার হতে হচ্ছে। বলিউড তারকারা সেটা বসে বসে দেখছেন আর জাতীয় টেলিভিশনে ফলাও করে দেখানো হচ্ছে। এভাবেই চ‍্যানেল কর্তৃপক্ষ এবং সঞ্চালক রাঘবের উপরে ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা।

 

তবে মুখ বন্ধ করে থাকেননি রাঘব। একটি ভিডিও বার্তা শেয়ার করে তিনি জানান, ছোট্ট গুঞ্জন নিজেই জানিয়েছিল যে সে চিনা ভাষায় কথা বলতে পারে। তাই শোতে এমন ভাবে মজা করা হয় খুদে প্রতিযোগীর সঙ্গে। রাঘব আরো জানান, তাঁর অনেক আত্মীয়, বন্ধুবান্ধব থাকেন অসম, নাগাল‍্যান্ডে। তিনি বা চ‍্যানেল কর্তৃপক্ষ কেউই ইচ্ছা করে কারোর ভাবাবেগে আঘাত করতে চাননি। তাও তিনি ক্ষমাপ্রার্থী।

https://www.instagram.com/tv/CWS22nCqsQ9/?utm_medium=copy_link

কিন্তু রাঘব ক্ষমা চাইলেও ক্ষোভ কমেনি নেটনাগরিকদের। তাঁদের বক্তব‍্য, ভারতের উত্তর পূর্বাঞ্চলের বাসিন্দাদের নিয়ে এমন বর্ণবিদ্বেষ দীর্ঘদিন ধরে চলে আসছে। এ নিয়ে বহু প্রতিবাদ, আন্দোলন হলেও কোনো কাজের কাজ হয়নি। ২০২১ সালে এসেও এর কোনো পরিবর্তন হয়নি।

Niranjana Nag

সম্পর্কিত খবর