মাত্রা ছাড়ালো অশ্লীলতা, চূড়ান্ত অশালীনতার অভিযোগ তুলে বিগ বস বয়কটের ডাক সোশ‍্যাল মিডিয়ায়

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ৩রা অক্টোবর থেকেই শুরু হয়ে গিয়েছে টেলিভিশনের সবথেকে জনপ্রিয় তথা সর্বাধিক বিতর্কিত রিয়েলিটি শো (reality show) বিগ বস (bigg boss)। অন‍্যান‍্য বারের মতো এবারেও বিতর্কের কমতি নেই বিগ বসে। উপরন্তু এই ১৪ তম সিজন শুরু হতে না হতেই বিতর্কের সম্মুখীন হয়েছে।

বিগ বসকে ঠিক ফ‍্যামিলি শো বলা চলে না। আর এবারের সিজন তো আরোই বিতর্কিত। প্রথম থেকেই শোয়ের প্রতিযোগীদের বিরুদ্ধে অশালীনতার অভিযোগ এনেছেন দর্শকরা। ক‍্যামেরার সামনেই চুম্বন বা শরীরী ঘনিষ্ঠতা নতুন নয় বিগ বসের ঘরে। এর আগের সিজনেও দেখা গিয়েছে এই ঘটনা।


কিন্তু এবারে যেন শুরু থেকেই হয়ে চলেছে একের পর এক অশ্লীলতা। সম্প্রতি বিগ বসের তরফে একটি প্রোমো প্রকাশ‍্যে এসেছে। সেখানে এক নতুন টাস্কের মুখোমুখি হয়েছেন এবারের প্রতিযোগীরা। গত সিজনের বিজেতা সিদ্ধার্থ শুক্লার মন জয় করতে বলা হয় মহিলা প্রতিযোগীদের। যে সিদ্ধার্থের মন জিততে পারবে সে হয়ে যাবে ‘ইমিউন’। র্থাৎ তাঁকে আর কেউ শোয়ের বাইরে বের করতে পারবে না।

https://twitter.com/ADstar08/status/1313795717303955456?s=19

https://twitter.com/SucheritaKukret/status/1313864101651599360?s=19

 

এই টাস্কে জেতার জন‍্য ও সিদ্ধার্থের মন জয় করার জন‍্য চূড়ান্ত অশ্লীলতা শুরু হয় মহিলা প্রতিযোগীদের মধ‍্যে। ভিজে পোশাকে একের পর এক প্রতিযোগী শরীরী আবেদনে মেতে ওঠেন। এইয়প্রোমো দেখার পরেই চোখ কপালে উঠেছে নেটজনতার।

https://youtu.be/yYQPSD5xoJY

 

বিগ বস বয়কট করার ডাক দিয়েছেন অনেকেই। বিগ বসের ঘরে চূড়ান্ত অশ্লীলতা হচ্ছে এবারের সিজনে, এই অভিযোগ করেই সলমন খান সঞ্চালিত এই বিতর্কিত রিয়েলিটি শো বয়কটের দাবি জানিয়েছেন নেটজনতা।

X