বাংলাহান্ট ডেস্ক: হ্যাক হয়েছে রিয়া চক্রবর্তীর (rhea chakraborty) টুইটার অ্যাকাউন্ট (twitter account)। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় সিবিআই তদন্তের দাবি জানানোর পরেই রিয়ার টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। এমনটাই বক্তব্য নেটজনতার। রিয়ার টুইটে বেশ কিছু জায়গায় পাওয়া গিয়েছে গরমিল।
গতকাল অমিত শাহের কাছে সুশান্তের মৃত্যু মামলায় সিবিআই তদন্তের অনুরোধ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বান্ধবী রিয়া চক্রবর্তী। তিনি লেখেন, ‘শ্রদ্ধেয় অমিত শাহ স্যর, আমি সুশান্ত সিং রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তী। এক মাস হয়ে গিয়েছে সুশান্তের আকস্মিক মৃত্যুর। সরকারের উপর আমার পূর্ণ আস্থা রয়েছে। তবুও ন্যায় বিচারের স্বার্থে আমি আপনাকে হাত জোড় করে অনুরোধ করছি, দয়া করে এই মামলায় সিবিআই তদন্ত হোক। আমি শুধু জানতে চাই কিসের চাপে ও এমন পদক্ষেপ নিতে বাধ্য হল।’
Respected @AmitShah sir ,
I’m sushants Singh Rajputs girlfriend Rhea chakraborty,it is now over a month since his sudden demise
I have complete faith in the government, however in the interest of justice , I request you with folded hands to initiate a CBI enquiry..part 1 ..— Rhea Chakraborty (@Tweet2Rhea) July 16, 2020
Part 2.. I request you with folded hands to initiate a CBI enquiry into this matter . I only want to understand what pressures , prompted Sushant to take this step.
Yours sincerely #satyamevajayate @AmitShah sir— Rhea Chakraborty (@Tweet2Rhea) July 16, 2020
https://www.instagram.com/p/CCsrKbQH2th/?igshid=28t5xep638g
ইনস্টাগ্রাম ও টুইটার দু জায়গাতেই এই একই পোস্ট করেন রিয়া। সম্প্রতি রিয়ার টুইটে কিছু অসাদৃশ্য নজরে এসেছে নেটিজেনের। টুইটের লেখায় সুশান্তের নামের প্রথম অক্ষর যেখানে বড় হওয়ার কথা সেখানে লেখা হয়েছে ছোট। আরও একটি লেখায় ভুল লক্ষ্য করেছে নেটজনতা। আর এর পরেই একাংশের সন্দেহ হয়েছে টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে রিয়ার।
কেউ কেউ অভিনেত্রীকে সরাসরি জিজ্ঞাসা করেছেন এই বিষয়ে। আবার অনেকে লিখেছেন, একজন মৃত মানুষের প্রতিও এত অবহেলা ও অশ্রদ্ধা যে তাঁর নামটাও ঠিক করে লেখেননি রিয়া। তো অপরদিকে একাংশের বক্তব্য এ স্রেফ লেখার ভুল। তবে জল্পনা এখনও চললেও অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিষয়ে মুখ খোলেননি অভিনেত্রী।