টিআরপির দৌড়ে পিছিয়ে পড়ছে ‘মিঠাই’, নায়িকা গুলি খেতেই আগামী মাসে শেষ সিরিয়াল!

বাংলাহান্ট ডেস্ক: মিষ্টিপ্রেমী বাঙালির মন এক তুড়িতে জয় করে নিয়েছিল ‘মিঠাই’ (Mithai)। মোদক পরিবারকে দেখে আদর্শ যৌথ পরিবারের স্বাদ পেয়েছিল দর্শকরা। চূড়ান্ত তিক্ততার মধ‍্যে দিয়ে ধীরে ধীরে সিড মিঠাই এর কাছাকাছি আসা, পাহাড়ের কোলে চিৎকার করে প্রেম জাহির করা আলাদা মাত্রা, আলাদা জনপ্রিয়তা এনে দিয়েছিল মিঠাইকে।

এখন সেই জনপ্রিয়তার অনেকটাই অস্তগত। মিঠাই নাকি কিছুটা একঘেয়ে হয়ে গিয়েছে। সিড মিঠাই বাদে অন‍্য চরিত্ররা বেশি গুরুত্ব পাচ্ছে। এমনকি হল্লা পার্টিও আর মন জয় করতে পারছে না দর্শকদের। এর মাঝেই খবর ছড়িয়েছে, আগামী মাসেই নাকি ইতি টানা হচ্ছে মিঠাইতে।

Mithai sid
আগামী ২৮ অগাস্ট শেষ সম্প্রচার হবে সিরিয়ালের। তারপর একসময়কার বাংলা সেরা মিঠাই এর জায়গা নেবে অন‍্য কোনো পুরনো জনপ্রিয় সিরিয়াল বা নতুন কেউ। গুঞ্জন ছড়াতেই কার্যত মাথায় আকাশ ভেঙে পড়েছে মিঠাই ভক্তদের। এক বছর হতে না হতেই শেষ করে দেওয়া হবে মিঠাই? সবটাই কি কমতে থাকা টিআরপির জন‍্য?

গুঞ্জন পৌঁছেছে পরিচালক রাজেন্দ্রপ্রসাদ দাসের কানেও। তিনি অবশ‍্য আশ্বাস দিয়েছেন, একদিন না একদিন তো মিঠাইকেও বিদায় জানাতে হবেই। কিন্তু সে দিনটা ২৮ অগাস্ট নয়। আসলে গুজব ছড়িয়েছে মিঠাইয়ের নতুন প্রোমো দেখে। সেখানে দেখা গিয়েছে, জেল থেকে ছাড়া পেয়ে রুদ্র নীপার বিয়ের সময়ে মনোহরায় এসে হাজির হয় খলনায়ক ওমি আগরওয়াল।

সিডকে লক্ষ‍্য করে গুলি ছুঁড়তেই উচ্ছেবাবুকে বাঁচাতে গিয়ে নিজে জখম হয় মিঠাই। সিরিয়ালের নায়িকা গুলি খেয়েছে। আদৌ বাঁচবে তো? সিরিয়াল শেষের গুঞ্জন শুরু এখান থেকেই। পরিচালক অবশ‍্য খুশি, প্রোমোর উদ্দেশ‍্য সফল হয়েছে। দর্শকদের মনে দ্বন্দ্ব ঢোকানো গিয়েছে।

পরিচালক বলছেন, নায়িকা গুলি খেয়েছে মানেই যে সিরিয়াল শেষ এর কোনো মানে নেই। আসলে দর্শকরা মিঠাইয়ের সঙ্গে বেশি করে জড়িয়ে পড়ছেন তাই ভয়ে ভয়ে থাকছেন কখন কী হয়। টিআরপি তালিকায় মিঠাই সেরা না হতে পারলে আক্ষেপটাও সেই জন‍্যই। চিরদিন একটাই সিরিয়াল যে বাংলা সেরা হবে এমনটা তো সম্ভব নয়। অন‍্য সিরিয়াল ভাল করলে তাদের টিআরপিও বাড়বে, বক্তব‍্য মিঠাই পরিচালকের।

Niranjana Nag

সম্পর্কিত খবর