বাংলাহান্ট ডেস্ক : স্লট বদলের পর থেকেই নজর কাড়তে শুরু করেছে ‘অমর সঙ্গী’ (Amar Sangi)। জি বাংলার সিরিয়ালটিকে দুপুরের স্লট থেকে সরিয়ে নিয়ে আসা হয়েছে সন্ধ্যায়। তারপর থেকেই দর্শক মহলে চর্চায় উঠে এসেছে রাজ আর শ্রীর গল্প। টিআরপি তালিকায় এখনো চমকপ্রদ ফল করতে না পারলেও ধীরে ধীরে নম্বর বাড়বে বলেই আশা অমর সঙ্গী (Amar Sangi) ভক্তদের।
ধীরে ধীরে জমে উঠছে অমর সঙ্গীর (Amar Sangi) গল্প
সিরিয়ালে দেখানো হচ্ছে, অনেক কষ্টে দুই পরিবারের মন জয় করার চেষ্টা করছে রাজ শ্রী। এদিকে শ্রী এর স্বপ্ন পূরণ করতে, তার কাছে নিজেকে যোগ্য করে তুলতে মরিয়া রাজও। এমন অবস্থায় এন্ট্রি হয় এক অন্য নারীর। রাজকে নতুন চাকরির সন্ধান দেয় সে। কিন্তু তার মনে রয়েছে অন্য ফন্দি। চাকরির মধ্যে দিয়েই রাজকে শ্রীর থেকে আলাদা করে নিজের করে নিতে চায় সে।
নতুন নারীর এন্ট্রি গল্পে: চাকরিতে ঢুকতে না ঢুকতেই নতুন গাড়ি দিয়ে রাজকে নিজের কাছে টানার চেষ্টা করে সে। কিন্তু শ্রীর মনে সন্দেহ দেখা দিলে সে কাজটা ছেড়ে দিতে বলে রাজকে। এতে হয় হিতে বিপরীত। শ্রীকেই ভুল বোঝে রাজ। দুজনের মাঝে এমন দূরত্ব তৈরি হওয়ার মাঝেই প্রকাশ্যে এসেছে নতুন প্রোমো (Amar Sangi), যেখানে দেখা গিয়েছে গল্পে এন্ট্রি হয়েছে নতুন নায়কের।
আরো পড়ুন : হয়ে গিয়েছিল শেষ শুটিং, নতুন করে সিরিয়াল শুরু হতে রাতারাতি বদলে গেল নায়িকাই!
বদলে যাচ্ছে নায়ক: প্রোমোতে দেখা যায়, অফিসের পার্টিতে রাজের পানীয়ে মাদক দ্রব্য মিশিয়ে দেয় তার বস। বেসামাল হয়ে পড়ে রাজ। কিন্তু তবুও শ্রীর চিন্তায় সে বেরিয়ে আসে পার্টি থেকে। এদিকে রাজকে খুঁজতে এসে হঠাৎ রাস্তায় হোঁচট খেয়ে পড়ে যেতে গেলে তাকে বাঁচিয়ে নেয় এক অন্য পুরুষ। একে অবশ্য দর্শকরা আগেই দেখেছে খলনায়ক (Amar Sangi) হিসেবে। তবে তার ফের আগমনে প্রশ্ন উঠছে, নতুন করে কী সমস্যা তৈরি করবে সে রাজ শ্রীর জীবনে?
আরো পড়ুন : Bangladesh: পেটে নেই ভাত, অথচ বিদেশ থেকে কামান কিনে বাহিনী সাজাচ্ছে বাংলাদেশ, নেপথ্যে কে নাড়ছে কলকাঠি?
প্রসঙ্গত, বর্তমানে বিকেল সাড়ে পাঁচটার স্লটে সম্প্রচারিত হচ্ছে অমর সঙ্গী। একটু একটু করে দর্শকদের মনে জায়গা করে নিচ্ছে সিরিয়ালের গল্প। তবে এখনো ‘তেঁতুল পাতা’র কাছে স্লট লিডার হতে পারেনি অমর সঙ্গী।