বাংলাহান্ট ডেস্ক : বিভিন্ন চ্যানেলে যেমন নতুন নতুন সিরিয়াল শুরু হচ্ছে, তেমনি সেই সব ধারাবাহিকের (Serial) হাত ধরে ফিরছেন দর্শকদের প্রিয় অভিনেতা অভিনেত্রীরা। অনেক ক্ষেত্রে ছোটপর্দার এমন নায়ক নায়িকারা ফিরে আসছেন যাদের দীর্ঘদিন ধরে কোনো সিরিয়ালে দেখা যায়নি। আবার অনেক ধারাবাহিকে (Serial) ছোটপর্দা থেকে বড়পর্দায় পা রাখা তারকারাও কামব্যাক করছেন।
সিরিয়ালে (Serial) ফিরছেন জনপ্রিয় তারকারা
জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ সিরিয়ালেই একসঙ্গে কামব্যাক করছেন দু দুজন বড়পর্দার জনপ্রিয় মুখ। দিতিপ্রিয়া রায় এবং জিতু কামাল ছোটপর্দা দিয়ে কেরিয়ার শুরু করলেও বর্তমানে সেলুলয়েডের খুবই পরিচিত মুখ। দীর্ঘদিন পর আবার সিরিয়ালে (Serial) ফিরছেন তাঁরা, তাও আবার একসঙ্গে জুটি বেঁধে। খুব শীঘ্রই শুরু হতে চলেছে এই নতুন ধারাবাহিক (Serial)।
ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী: অন্যদিকে স্টার জলসাতেও বহুদিন পর দেখা মিলবে তৃণা সাহা এবং ইন্দ্রজিৎ বসুর। এই প্রথম জুটি বাঁধছেন তাঁরা। ইতিমধ্যেই সম্প্রচারের দিনক্ষণ সামনে এসেছে এই সিরিয়ালের (Serial)। এছাড়াও সান বাংলা চ্যানেলে কামব্যাক করেছেন অভিনেতা ইন্দ্রনীল চট্টোপাধ্যায়। এবার সামনে এল আরো একটি সুখবর।
আরো পড়ুন : “মহাকুম্ভে মহা চমক”! টপার মেগায় “জবরদস্ত” টুইস্ট জি বাংলার, প্রোমোতেই ঘুরে গেল খেলা
কোন সিরিয়ালে এল চমক: স্টার জলসার নতুন ধারাবাহিক (Serial) ‘চিরসখা’য় যোগ দিলেন অভিনেত্রী রোশনি তন্বী ভট্টাচার্য। তাঁকে শেষবার দেখা গিয়েছিল জি বাংলার ‘কোন গোপনে মন ভেসেছে’ সিরিয়ালে (Serial)। সেই সিরিয়াল থেকে মাঝপথেই বেরিয়ে গিয়েছিলেন তিনি। তবে এবার জলসার ধারাবাহিকে তাঁকে দেখে খুশি দর্শকরা।
আরো পড়ুন : উলটে গেল খেলা, এই মাসেই শেষ শুটিং, মাত্র ৭ মাসেই করুণ পরিণতি জি বাংলার মেগার
চিরসখা সিরিয়ালে রোশনির চরিত্রের নাম মৌ। মিঠির পিসতুতো-মামাতো বোন সে। তবে তাঁর চরিত্রটি ইতিবাচক নাকি নেতিবাচক হতে চলেছে তা এখনো জানা যায়নি। চিরসখা শুরু হওয়ার পর থেকেই মিত্তির বাড়ির কাছে হারছে। এই নতুন চমকে টিআরপিতে কী বদল আসে সেটাই দেখার।