অবসরের বয়স নিয়ে বড় ঘোষনা মোদী সরকারের

বাংলা হান্ট ডেস্ক: মোদী সরকারের প্রথম জমানা থেকেই সরকারি কর্মচারীদের অবসরের বয়স কমানো নিয়ে জল্পনা শোনা গিয়েছিল। তবে মোদীর দ্বিতীয ইনিংসের পর থেকে সেই জল্পনা আরও বেড়ে গিয়েছিল। এবার সেই জল্পনায় আপাতত স্থগিতাদেশ দিল মোদী সরকার। তাই এখনই অবসরের বয়স ৬০ থেকে কমিয়ে ৫৮ হচ্ছে না।8662 job

বুধবার সংসদের শীতকালীন অধিবেশন চলাকালীন এমনটাই ঘোষনা করা হল কেন্দ্রীয় সরকারের তরফে। এদিন সংসদে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জীতেন্দ্র সিং এই প্রসঙ্গে বলতে গিয়ে জানিয়েছেন, ‘এখনই অবসরের বয়স কমানোর কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। ৬০ থেকে কমিয়ে ৫৮ করার কোনও সম্ভাবনা এখনই নেই।

তবে আপাতদৃষ্টিতে সুখবর মনে হলেও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আরও জানিয়েছেন, সরকার কোনো কর্মচারীকে অক্ষম মনে করলে অবশ্য়ই ছাঁটাই করতে পারে। কারণ সেই ক্ষমতা সরকারের রয়েছে।  যদিও এই নিয়ম শুধুমাত্র এ ও বি গ্রুপের কর্মচারীদের জন্য়ই।

উল্লেখ্য়, কাজে গতি আনতেই অবসরের বয়স কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু সেই নিয়ম আপাতত লাগু হচ্ছে না। স্বভাবতই সরকারি কর্মচারীদের জন্য় সুখবর।

 

ad

সম্পর্কিত খবর