পুজোর আগেই নতুন সিরিয়াল স্টার জলসায়! রাতারাতি বন্ধের মুখে এই মেগা

বাংলা হান্ট ডেস্ক : বাঙালি গৃহস্থের বিনোদনের ডেলি ডোজ হল বাংলা সিরিয়াল (Bangla Serial)। বাঙালির সন্ধ্যাকালীন চায়ের আড্ডায় দীপা, জগদ্ধাত্রীদের উপস্থিতি যেন এক অন্য মাত্রা এনে দেয়। তবে এসবের মধ্যেই মাথা চাড়া দিয়ে উঠেছে টিআরপির প্রতিযোগিতা। নম্বর কমলেই সেই ধারাবাহিক বন্ধ করে নিয়ে আসা হচ্ছে নতুন কোনও মেগা। এরকমই একটি নতুন মেগা হল ‘আমার শিক্ষক’ (Amar Sikhkhak)। খুব শীঘ্রই নাকি স্টার জলসার (Star Jalsha) পর্দায় দেখানো হবে এই মেগা।

ধারাবাহিকের প্রথম ঝলক থেকে স্পষ্ট যে ছাত্র এবং শিক্ষককে নিয়েই আবর্তিত এই সিরিয়ালের গল্প। একথা তো সকলেই জানেন যে, শিক্ষক হল সমাজ গড়ার কারিগর। আর এই শিক্ষক যে কেউ হতে পারে। বাবা, মা, বিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে প্রকৃতি সকলেই আমাদের শিক্ষক। আর তাই তো শিক্ষক শব্দটার সাথেই জুড়ে থাকে ভালোবাসা।

   

বলা হয় গুরু-শিষ্যের সম্পর্ক হল পৃথিবীর সবচেয়ে মধুর সম্পর্ক গুলির মধ্যে একটা। আর এবার এই গুরু-শিষ্যের গল্প বলতে আসছে ‘আমার শিক্ষক’। স্টার জলসার লোগো দেওয়া এই ধারাবাহিকের যে নতুন ভিডিওটি ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে, একটি মধ্যবিত্ত ঘরের ছেলে তার হাত খরচ চালানোর জন্য একটি বাচ্চাকে টিউশন পড়ায়। তার আর্থিক অবস্থা এতটাই শোচনীয় যে, জামা ছিঁড়ে গেলেও নতুন জামা কেনার সামর্থ্য নেই তার। আর সেটাই তার ছাত্রের নজরে পড়ে।

আরও পড়ুন : অস্কার প্রাপ্ত হলেও ব্রাত্য বাংলায়! কোথায় হারিয়ে গেলেন হলিউড পরিচালকদের পছন্দের ভিক্টর ব্যানার্জী?

এরপর সে একটু একটু করে টিফিনের টাকা জমিয়ে স্যারকে একটি শার্ট উপহার দেয়। আর তার সাথে দেয় একটি হাতে লেখা কার্ড। এই কার্ডের উপর লেখা তাকে, ‘বেস্ট স্যার এভার’। খুদে ছাত্রের কাছ থেকে এই উপহার পেয়ে স্যার নিজেও যারপরনাই খুশি। তবে তার আনন্দ শার্টের জন্য নয়, বরং খুদের মানবিকতা দেখে। এরপরেই ভিডিওটি শেষ হয় এবং ক্যাপশনে ভেসে ওঠে ‘আমার শিক্ষক’‌।

আরও পড়ুন : ‘গদর ২’র সাফল্যের পর সানির মাস্টারস্ট্রোক! এবার ‘রামায়ণে’ এই চরিত্রে দেখা যাবে তারা সিংকে

 

তবে এরপরেও রয়ে গেছে জল্পনা। আসলে স্টার জলসার লোগো দেওয়া এই ক্লিপ নেটমাধ্যম ছড়াচ্ছে বটে তবে চ্যানেল কিন্তু কোনও অফিশিয়াল স্টেটমেন্ট দেয়নি। এমনকি কোনও ভিডিও অবধি পাবলিশ করেনি। না টেলিভিশনে আর না ওটিটি বা সোশ্যাল মিডিয়ায়। আর তারপরেই মানুষের সন্দেহ জাগে যে, আদৌ এটা সত্যি তো? খোঁজ নিতে গিয়ে জানা গেছে, এই ইনফরমেশন আসলে ভুল। স্টার জলসায় এমন কোনও সিরিয়াল আসছেনা। এটি মূলত বাংলাদেশী বিজ্ঞাপন ভিডিও। কেউ তাতে স্টার জলসার লোগো লাগিয়ে নেটমাধ্যমে ছেড়ে দিয়েছে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর