বাংলাহান্ট ডেস্ক : বাঙালি মানেই হাতে ছুটি পেলে ঘুরতে বেরিয়ে পড়া। বাঙালির ঘুরতে যাওয়ার তালিকায় অন্যতম হট ডেস্টিনেশন দীঘা। ছুটির দিন ছাড়াও গোটা বছরই দীঘায় লেগে থাকে পর্যটকদের আনাগোনা। নতুন দীঘা, পুরাতন দীঘা, মন্দারমনি ছাড়াও তাজপুর, শংকরপুর-সহ বিভিন্ন সি-বিচ বেশ জনপ্রিয় পর্যটকদের কাছে।
তবে দীঘা (Digha) বা তার পার্শ্ববর্তী সি বিচ গুলোর কথা বললেই পর্যটকদের মাথায় আসে সমুদ্র স্নানের কথা। কিন্তু শুধু সমুদ্র স্নান করে করে হয়ত অনেক পর্যটকই ক্লান্ত। তাই প্রশাসন উদ্যোগ নিয়েছে পুরাতন এবং নতুন দীঘাকে নতুন করে সাজিয়ে তোলার। বছর দুয়েক আগে পশ্চিমবঙ্গ সরকার পুরাতন দীঘায় তৈরি করে বিশ্ব বাংলা পার্ক। পুরাতন দীঘার পর্যটকদের কাছে এই পার্ক এখন বেশ জনপ্রিয়।
আরোও পড়ুন : রাজ্যের একাধিক জেলায় পেট্রোলের দামে বড়সড় পতন! দেখুন, বাংলায় আজ ডিজেলের মূল্য কত
পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন এবার ভোল বদল করতে চাইছে নতুন দীঘার। সূত্রের খবর খুব শীঘ্রই নতুন দীঘায় তৈরি করা হবে একটি বড় পার্ক। ইতিমধ্যেই এলাকা পরিদর্শন করেছেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজি ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। এলাকা পরিদর্শনের পর প্রশাসনিক কর্তারা জানান পর্যটকদের জন্য নতুন দীঘাকে আরো উপযুক্ত করে তোলা হবে।
জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজি বলেছেন, “প্রশাসন ব্যবস্থা করবে যাতে পর্যটকদের এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে অসুবিধা না হয়। ইতিমধ্যেই সেই কাজ শুরু হয়ে গেছে। আমরা দেখেছি ওল্ড দীঘার পার্কের জনপ্রিয়তা প্রতিনিয়ত বাড়ছে। সেই মতো একটি নতুন পার্ক তৈরি করা হবে নতুন দীঘাতেও। এছাড়াও অবৈধ কাজকর্ম বন্ধ করা হবে।”