দেশবাসীর জন্য নয়া চমক TATA’র! এল নতুন ই-সাইকেল, যাতায়াতের খরচ শুনলে হাঁ হয়ে যাবেন

বাংলাহান্ট ডেস্ক : ফের একবার বাজারে চমক দিল টাটা গোষ্ঠী। টাটা গোষ্ঠীর পক্ষ থেকে লঞ্চ করা হল নতুন ইলেকট্রিক সাইকেল। নতুন এই ই সাইকেলটির নাম TATA Stryder Max। একবার ফুল চার্জ দিলে এই সাইকেলটি ৩৫ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম। এর আগে টাটার Stryder Zeeta Plus নামের একটি ইলেকট্রিক সাইকেল বাজারে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।

Stryder Zeeta Plus লঞ্চ হওয়ার সময় সংস্থা জানিয়ে ছিল এই সাইকেলটি এক কিলোমিটার যেতে ১০ পয়সা খরচ করবে। Stryder Max লাঞ্চ করার সময় সংস্থার পক্ষ থেকে দাবি করা হল মাত্র ৭ পয়সায় এই সাইকেলটি এক কিলোমিটার পথ অতিক্রম করতে সক্ষম হবে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই সাইকেলটির অন্যান্য ফিচারস।

আরোও পড়ুন : A টু Z জিনিস তৈরি করলেও এই জিনিসটি তৈরি করেনা TATA! জানেন কোন সে জিনিস?

শক্তিশালী স্টিল ফ্রেম দিয়ে তৈরি করা হয়েছে TATA Stryder Max। 36V সম্বলিত ব্যাটারি 270 wh পর্যন্ত শক্তি উৎপাদন করতে সক্ষম। এই সাইকেলটির ব্যাটারি নন রিমুভেবেল। সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে এই সাইকেলটি যে কোনও রাস্তাতেই চলতে পারবে। উঁচু-নিচু রাস্তায় মসৃণ ভাবে চলার জন্য এই সাইকেলে দেওয়া হয়েছে সাসপেনশন। 

আরোও পড়ুন : ফের চমক, এবার বিরাট ঘোষণা টাটার! শুনেই থরথর করে কাঁপছে বিদেশি কোম্পানিগুলো

এই সাইকেলটির গতি সর্বোচ্চ ঘন্টায় ২৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে। এই সাইকেলে (Cycle) রয়েছে একটি এলসিডি স্ক্রিন যাতে ব্যাটারি লেভেল, ওডোমিটার এবং প্যাডেল অ্যাসিস্ট-এর 5টি লেভেল শো করবে। জানা যাচ্ছে তিন থেকে চার ঘন্টা সময় লাগে এই সাইকেলের ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে।

1 zeetamax

অটো কাট ব্রেক, ডিস্ক ব্রেক এবং সেফটি ফিচার্স সম্বলিত এই ই সাইকেলটিতে পাওয়া যাবে পাঁচটি রাইডিং মোড। টাটা গোষ্ঠী জানিয়েছে আকর্ষণীয় এই ইলেকট্রিক সাইকেলটির সর্বোচ্চ দাম 35,995 টাকা। তবে 29,995 টাকায় এই সাইকেলটি কেনা যাবে বিশেষ অফারে। ম্যাট গ্রে এবং ম্যাট ব্লু, এই দুটি রঙে উপলব্ধ TATA Stryder Max।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর