নয়া নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দফতর, দোল খেলতে যাওয়ার আগে জেনেনিন

বাংলাহান্ট ডেস্কঃ আজ পেরোলেই কাল আনন্দের রঙিন উৎসব শুরু হবে। তবে দেশ সহ রাজ্যে যেভাবে ফের রেকর্ড হারে করোনা সংক্রমণ বৃদ্ধি পেতে শুরু করেছে। তাতে ফের নড়েচড়ে বসেছে স্বাস্থ্য দফতর। এবারের দোল (Dol) যাতে ফের করোনার শৃঙ্খল হয়ে না ওঠে, তার জন্য একগুচ্ছ নয়া নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দফতর।

জেনে নেওয়া যাক সেই নির্দেশিকার গুরুত্বপূর্ণ আদেশ গুলিঃ

১) মাস্ক না পরে বাইরে বেরোতে নিষেধ।
২) বারবার হাত স্যানিটাইজ করতে হবে।
৩) সর্বত্র শারীরিক দূরত্ব বজিয়ে রাখতে হবে।
৪) কোনও ধরনের জমায়েত বা শোভাযাত্রা এড়িয়ে চলাই ভালো। পারিবারিক ভাবে দোল উৎযাপন করার নিদান।
৫) কোনও ধরনের ভিড় না করাই সমীচীন।
৬) বিশেষত শিশু, গর্ভবতী মহিলা ও বৃদ্ধ দেরকে পুরোপুরি ভিড় এড়িয়ে চলার আবেদন।
৭) শারীরিক ভাবে কাছে না গিয়ে রং বা আবীর খেলার পরামর্শ।

(Image: Shutterstock)

উল্লেখ্য, ভোটের বাংলায় (West Bengal Assembly Election 2021) ফের যেভাবে করোনা (Corona) জাঁকিয়ে বসছে, তাতে ইতিমধ্যেই গভীর ক্ষোভ প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এমনকি সব রাজনৈতিক দল গুলি যে জন সমাবেশ আয়োজন করছে, সেটিই এখন করোনা সংক্রমণের উৎস স্থল হতে পারে বলে মত স্বাস্থ্য বিশেষজ্ঞদের।

প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় বংলায় মোট করোনা আক্রান্ত হয়েছেন ৬৪৬ জন । যা কয়েক সপ্তাহ আগে পর্যন্ত একরকম তলানিতে ঠেকে ছিল। তারপরই ভোটের বাংলায় যেভাবে কলকাতা (Kolkata) ও উত্তর ২৪ পরগানা জেলায় করোনা মামলা হুহু করে সামনে আসছে, তাতে দোল উৎযাপন আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে বলে মনে করছেন অনেকেই।

সম্পর্কিত খবর