তিন বছর পেরিয়ে নতুন নায়কের এন্ট্রি, সৌম্যদীপ কি বিদায় নিচ্ছেন ‘জগদ্ধাত্রী’ থেকে?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : তিন বছর পার করে ফেলেছে সিরিয়াল (Serial)। এসেছে বিরাট লিপ। একলাফে বেশ কয়েক বছর এগিয়ে গিয়েছে গল্প। বদলেছে ট্র্যাক। কিন্তু অন্যান্য সিরিয়াল যেখানে কয়েক মাসেই মুখ থুবড়ে পড়ছে, সেখানে টানা কয়েক বছর ধরে দুরন্ত টিআরপি ধরে রেখেছে জি বাংলার ‘জগদ্ধাত্রী’ (Serial)। চ্যানেলের অন্যতম জনপ্রিয় তথা সবথেকে পুরনো সিরিয়াল (Serial) এটি। এখনও পর্যন্ত শুধু যে নিজের স্লট ধরে রেখেছে জগদ্ধাত্রী তাই নয়, নতুন পুরনো সব ধারাবাহিককে (Serial) টেক্কা দিয়েই সেরা পাঁচের টিআরপি তালিকায় জায়গা করে নিচ্ছে এই ধারাবাহিক।

বরাবর চড়া টিআরপি থাকে ‘জগদ্ধাত্রী’র (Serial)

মাঝে একটু পিছিয়ে পড়লেও ট্র্যাক বদলাতেই ফের হু হু করে নম্বর বেড়েছে জগদ্ধাত্রীর। দুর্গা চরিত্রটি একাই কাঁপাচ্ছে টিআরপি তালিকা। এবার দর্শকদের বড় চমক দিয়ে নতুন টুইস্ট এল গল্পে। নতুন নায়কের এন্ট্রি হল জগদ্ধাত্রী সিরিয়ালে (Serial)। সাম্প্রতিক এপিসোডেই দেখা মিলেছে নতুন নায়কের।

New hero enters in jagadhatri serial

নতুন নায়ক এলেন সিরিয়ালে: জগদ্ধাত্রীর (Serial) নায়ককে কবে দেখা যাবে এ নিয়ে জল্পনা চলছিল অনেকদিন ধরেই। এমনকি ছোটপর্দার একাধিক নায়কের নামও চর্চায় উঠে এসেছিল। কিন্তু শেষমেশ বড় চমক দিলেন নির্মাতারা। দুর্গার (Serial) নায়কের ভূমিকায় সিরিয়ালে পা রাখলেন ঋষভ ভৌমিক। প্রযোজক স্নেহাশিস চক্রবর্তীই তাঁকে বেছে নিয়েছেন।

আরও পড়ুন : মহুয়ার সঙ্গে ঝামেলার মধ্যেই মোদীর পাশে খোশ মেজাজে সাংসদ, এবার দলবদলের জল্পনা নিয়ে বড় ঘোষণা কল্যাণের

কী জানালেন নতুন নায়ক: সংবাদ মাধ্যমকে প্রযোজক জানান, অনেকগুলি ছবি জমা পড়েছিল। তার মধ্যে থেকে ঋষভকে দেখেই পছন্দ হয় তাঁর। একটি সংলাপ পড়তে দিয়েছিলেন। মনে ধরতেই দুর্গার (Serial) নায়কের ভূমিকায় ঋষভকে চূড়ান্ত করে নেন তিনি। অভিনেতাও জানান, জগদ্ধাত্রীর তুলনায় পর্দার দুর্গাকেই তার বেশি পছন্দ। বাস্তবে যদিও দুজন মানুষ একই। অঙ্কিতার সঙ্গেও এর মধ্যেই বেশ বন্ধুত্ব হয়ে গিয়েছে বলেও জানান ঋষভ।

আরও পড়ুন : খড়ের গাদায় ছুঁচ খোঁজার সমান, ‘মৃত’ ভোটার দৌরাত্ম্য অস্থির, SIR মামলায় বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

নতুন নায়ক পা রেখেছেন সিরিয়ালে (Serial)। তাহলে পুরনো নায়কের কী হবে? সৌম্যদীপ কি তবে বিদায় নেবেন? না, স্বয়ম্ভূকে জগদ্ধাত্রীর নায়ক রূপেই দেখা যাবে। শুধু দুর্গার বিপরীতে নতুন এন্ট্রি হয়েছে নতুন নায়কের। সৌম্যদীপের সঙ্গেও বেশ পরিচয় হয়ে গিয়েছে বলে জানান ঋষভ। মূল নায়ক তাঁকে পরামর্শও দেন বলে জানিয়েছেন তিনি।