এবার খরচ বাড়ল আরও! গ্রাহকদের বড়সড় ঝটকা দিল SBI, দামি হল এই পরিষেবা

বাংলাহান্ট ডেস্ক : আমাদের দেশের অধিকাংশ ব্যাঙ্কই গ্রাহকদের লকার পরিষেবা দিয়ে থাকে। গুরুত্বপূর্ণ নথিপত্র থেকে শুরু করে গয়না, অথবা মূল্যবান সামগ্রী ব্যাঙ্ক গ্রাহকরা এই লকারে জমা রাখতে পারেন। এই লকারের জন্য ব্যাঙ্কে গ্রাহকদের প্রতিবছর নির্দিষ্ট পরিমাণ কিছু টাকা ভাড়া হিসেবে দিতে হয়। সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নির্দেশিকা জারি করেছে ব্যাঙ্ক লকার (Bank Locker) সংক্রান্ত বিষয়ে।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার লকার সংক্রান্ত নয়া নির্দেশিকার প্রেক্ষিতে গ্রাহকের নতুন চুক্তিতে সই করার আবেদন জানিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নয়া নির্দেশিকায় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে গ্রাহকদের বলা হয়েছে, আরবিআই-এর নয়া নিয়মে অগ্রাধিকার দেওয়া হয়েছে গ্রাহকদের অধিকারগুলিকে। লকার সংক্রান্ত নতুন নিয়মে অতিরিক্ত সুবিধা পাবেন গ্রাহকরা।

বর্তমানে দেশের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই ব্যাঙ্কের কাছে রয়েছে সর্বাধিক গ্রাহক। স্বাভাবিকভাবে এই ব্যাঙ্কের লকার ব্যবহারকারীর সংখ্যাও বেশি। এমন অবস্থায় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে যদি নতুন কোনও নির্দেশিকা জারি করা হয় তাহলে তার প্রভাব পড়তে চলেছে ভারতের অধিকাংশ ব্যাঙ্ক গ্রাহকের উপর।

গ্রাহকের নয়া চুক্তিতে স্বাক্ষর করার জন্য ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (State Bank of India) গ্রাহকদের বর্তমানে কত টাকা দিতে হবে লকারের জন্য? ভাড়ার অংক নির্ভর করবে এলাকা ও লকারের সাইজের উপর। নির্দেশিকা অনুযায়ী, শহর ও মেট্রো এলাকার গ্রাহকদের ছোট লকারের জন্য বার্ষিক ২০০০ টাকা দিতে হবে।

গ্রামীণ ও আধা শহর এলাকায় এই ভাড়া বার্ষিক ১৫০০ টাকা। মাঝারি আকারের লকারের জন্য বার্ষিক ৪০০০ টাকা দিতে হবে শহর ও মেট্রো এলাকার গ্রাহকদের। গ্রাম ও আধা শহর এলাকায় এই মূল্যটা ৩০০০ টাকা। বড় লকারের জন্য শহর ও মেট্রো এলাকার গ্রাহকদের বার্ষিক ৮০০০ ও গ্রামীণ এবং আধা শহর এলাকার গ্রাহকদের বার্ষিক ৬০০০ টাকা দিতে হবে।

bank locker insurance

অতিরিক্ত বড় লকারের জন্য শহর ও মেট্রো এলাকার গ্রাহকদের বার্ষিক ১২০০০ টাকা ভাড়া দিতে হবে। গ্রামীন ও আধা শহর এলাকার গ্রাহকদের জন্য এই অংকটা ৯০০০ টাকা। উল্লেখ্য, এই ভাড়াগুলির সাথে যুক্ত হবে অতিরিক্ত জিএসটি। অন্যদিকে, এককালীন রেজিস্ট্রেশন ফি বাবদ ছোট ও মাঝারি লকারের জন্য ৫০০ টাকা এবং বড় ও অতিরিক্ত বড় লকারের জন্য এক হাজার টাকা প্রদান করতে হবে ব্যাঙ্কে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর