প্রধানমন্ত্রীর হাত ধরে ছুটবে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো! প্রকাশ্যে এল দিনক্ষণ

বাংলাহান্ট ডেস্ক : কলকাতা (Kolkata) শহরে ফের চালু হতে চলেছে একটি নতুন মেট্রো লাইন। নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো করিডোরের নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হতে পারে শীঘ্রই। সম্প্রতি মেট্রো সূত্রে উঠে আসছে এমনই তথ্য। জানা যাচ্ছে, আগামী মাসের শুরুতেই উদ্বোধন হতে পারে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো পরিষেবার।

স্বয়ং প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী (Narendra Modi) আসতে পারেন এই মেট্রো লাইন উদ্বোধন করতে। নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো করিডোরে প্রাথমিকভাবে শুরু হবে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত ৫.৪ কিলোমিটার অংশের চলাচল। মেট্রো কর্তৃপক্ষ প্রায় দুই মাস আগেই এই রুটে মেট্রো বাণিজ্যিকভাবে চালানোর জন্য কমিশনার অফ রেলওয়ে সেফটির অনুমতি পত্র পেয়ে গিয়েছে।

Metro

কিছুদিন আগে জল্পনা ছড়িয়ে ছিল যে হয়তো পয়লা বৈশাখের দিন এই রুটে শুরু হবে মেট্রো চলাচল। তবে তা শুধুমাত্র গুজব ছিল। সূত্রের খবর, পয়লা বৈশাখের দিন উদ্বোধন না হলেও নিউ গড়িয়া-রুবি রুটে মেট্রো চলাচল শুরু হতে পারে বৈশাখের শেষের দিকেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মে মাসের প্রথমার্ধে কলকাতায় আসতে পারেন এই মেট্রো রুট উদ্বোধনের জন্য।

গত বছর নরেন্দ্র মোদী ভার্চুয়ালি উদ্বোধন করেন জোকা-তারাতলা মেট্রো পরিষেবার। নিউ গড়িয়া-রুবি মেট্রো লাইনের উদ্বোধন এর ব্যাপারে সরকারিভাবে কিছুই জানানো হয়নি। মেট্রো কর্তৃপক্ষ এই বিষয়ে কোনও মন্তব্য করতে চায়নি। ওয়াকিবহাল মহলের ধারণা, মেট্রো কর্তৃপক্ষ দ্রুত ওই রুটে বাণিজ্যিকভাবে মেট্রো চলাচল শুরু করতে চায়।

Metro

নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত রয়েছে মোট পাঁচটি স্টেশন। এগুলি হল – কবি সুভাষ (নিউ গড়িয়া), সত্যজিৎ রায় (হাইল্যান্ড পার্ক), জ্যোতিরিন্দ্র নন্দী (অজয়নগর এলাকা), কবি সুকান্ত (অভিষিক্তা ক্রসিং) এবং হেমন্ত মুখোপাধ্যায় (রুবির মোড়)। তবে, নতুন রুটে মেট্রো ছুটবে আমজনতার যাতায়াতে সুরাহা হবে তা বলাই বাহুল্য।

 


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর