মাত্র ১০০ টাকায় AC বাসে দিঘা-উদয়পুর-মন্দারমণি! পর্যটকদের জন্য দারুণ উদ্যোগ SBSTC-র

Published On:

বাংলাহান্ট ডেস্ক : পুজোর কাউন্টডাউন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আর পুজোর ছুটিতে চিরকালই আমজনতার ঘুরতে যাওয়ার তালিকায় আছে বিভিন্ন সমুদ্র সৈকতের নাম। ফলে বিপুল জনজোয়ারের কথা মাথায় রেখে পুজোর আগে থেকেই দিঘার রাস্তায় ব্যাটারি চালিত এসি মিনিবাস পরিষেবা শুরু করতে চলছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা বা এসবিএসটিসি।

জানা গিয়েছে, মিনি বাসে করে যারা সমুদ্র সৈকতের পার্শ্ববর্তী এলাকায় ঘুরে দেখতে চান তাদের জন্য সংস্থার কাছে বন্ধ হয়ে যাওয়া যে পাঁচটি ব্যাটারি চালিত মিনি আছে, সেগুলোকেই কাজে লাগানো হচ্ছে। পর্যটকদের কাছে এই মিনি বাস সফর আকর্যণীয় হবে বলেই হোটেল থেকে শুরু করে পর্যটন ব্যবসায়ীরা-সকলেই মনে করছেন।

আরোও পড়ুন : এবার এই রুটের টোটোতে উঠলেই বাড়বে বিপত্তি! জানুন, রাজ্যে বহু রাস্তাতেই গাড়ি বন্ধের আসল কারণ

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৯ সাল নাগাদ দিঘা থেকে মন্দারমণি-সহ অন্যান্য পাশ্ববর্তী এলাকা ঘুরে দেখার জন্য এসবিএসটিসি চালু করে ব্যাটারি চালিত এই মিনি বাস পরিষেবা‌। এরপর নানা কারণে সেই মিনি বাস সার্ভিস বন্ধ হয়ে গেলেও পুজোর আগে ফের সেই পরিষেবা চালু করা হয়েছে। ভাড়াও থাকছে আগের মতোই ১০০টাকা।

আরোও পড়ুন : ১১০ কিলোর কই ভোলাকে নিয়ে তোলপাড় দিঘার বাজারে! জানেন কত টাকায় নিলাম হল বিশাল এই মাছ?

সূত্রের খবর, অক্টোবর মাসের ৮-৯ তারিখে দিঘায় দেখা যাবে মিনি বাসগুলি। মাত্র ১০০ টাকা খরচ করলেই ৫ টি মিনিতে চড়ে দিঘা, মন্দারমণি, উদয়পুর-সহ বিভিন্ন এলাকা ঘুরে বেড়াতে পারবেন পর্যটকরা। প্রাথমিক পর্যায়ে প্যাকেজ, ভাড়া, দ্রষ্টব্য স্থান নিয়ে সিদ্ধান্ত হয়েছে। পরিবহণ দফতর থেকে চূড়ান্ত ছাড়পত্র এলেই পরিষেবা চালু হবে।

digha fish auction centre

এসবিএসটিসি-র একজন আধিকারিক জানিয়েছেন, একবার চার্জ দিলেই বাসগুলি ৭০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। শুধু একক যাত্রী হিসাবে নয়, দল বেঁধে যাঁরা বেড়াতে যান তারাও এই বাস বুক করতে পারবেন। এই বাস বুকিং করতে হবে এসবিএসটিসি-র দিঘা ডিপো থেকে। সবমিলিয়ে মিনিবাস পরিষেবা চালু হলে পর্যটকদের আরও সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

 

 

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X