পেনশন পাবেন ১ লাখ টাকা! অবাক হলেন? সহজ অংকের হিসেবে জমান এই টাকাটুকু

বাংলাহান্ট ডেস্ক : কেন্দ্রের পক্ষ থেকে ২০০৪ সালের পুরনো পেনশন স্কিম বন্ধ করে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। তারপর নিউ পেনশন স্কিম অর্থাৎ এনপিএস (New Pension Scheme) চালু হয়। এই পেনশন স্কিমের আওতায় কর্মীদের পক্ষ থেকে ১০% টাকা জমা পড়ে। এরপর বেসরকারি ক্ষেত্রে যারা কাজ করেন তাদের জন্য এই স্কিম চালু করা হয়।

নিউ পেনশন স্কিমের (New Persion Scheme) সুবিধা

এই প্রকল্পে বিনিয়োগ করলে পেনশনের (Pension) সুবিধা মেলে অবসরকালে। কিন্তু অবসরের পর কত টাকা বিনিয়োগ করলে ভালো পেনশন পাওয়া যায়? সেই নিয়ে জানাবো আজকের প্রতিবেদনে। কর্মীদের অবসরকালীন সময়ে সুবিধা দেওয়ার জন্য চালু হয়েছে নতুন পেনশন স্কিম বা এনপিএস (New Pension Scheme) এমনই এক সংস্থা।

   

আরোও পড়ুন : TRP তুলতে জব্বর টুইস্ট! এবার ফিরবে সূর্যর স্মৃতি, টিভির আগেই ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র আসন্ন ট্র্যাক

বিনিয়োগের অভ্যাস গড়ে তুলতে এবং পেনশন পদ্ধতি আপডেট করতেই পেনশনের নিয়মে বদলানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্র। একেবারে বিনিয়োগকারীদের ওপরে নির্ভরশীল একটি প্রকল্প হল কেন্দ্রের এই নিউ পেনশন যোজনা। চাকরি করতে করতেই পেনশনের একাউন্টে টাকা জমাতে পারবেন আপনি। ধীরে ধীরে টাকা জমাতে জমাতে একসময় মোটা অংকের ফান্ড তৈরি হয়।

আরোও পড়ুন : চমকের পর চমক! অনন্ত-রাধিকার বিয়েতে উপস্থিত VIP অতিথিরা পেলেন ২ কোটির স্পেশাল গিফট

সেই ফান্ড থেকে প্রতিমাসে অবসরের পরে পেনশন দেওয়া হয়। যত কম বয়স থেকে টাকা জমানো যায় ততই ভালো। তবে অবসরের পর এক লক্ষ টাকা পেনশন পেতে ঠিক কত টাকা জমাতে হবে জানেন? এনপিএসে (New Pension Scheme) যদি ৩৫ বছর বয়সে বিনিয়োগ করা হয় সেক্ষেত্রে বার্ষিক দশ শতাংশ সহ বাড়তি বিনিয়োগের সঙ্গে ষাট বছরের শেষে অবসর।

lic new pension plus plan launched

৮০ শতাংশ ফান্ডের ব্যবহার ৬ শতাংশ অ্যানুয়িটির কারণে মাসে জমাতে হবে ১৭,০০০ টাকা৷ অ্যানুয়িটির জন্য মাসে ব্যবহার করতে হবে ৪০ শতাংশ। তাই প্রতি মাসে ৩৪ হাজার টাকা জমাতে হবে। তাহলে এই দুই ক্ষেত্রে অবসরের পর মাসে এক লাখ টাকা পেনশন পাওয়া যাবে। এই প্রকল্পে বিনিয়োগ করতে পারেন ১৮ থেকে ৭০ বছর বয়সী যেকোনো ব্যক্তি।

 

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর