দিদিকে বলোর পালটা এলো বিজেপিকে বলো -জনসংযোগে নতুন কৌশল গেরুয়া বাহিনীর

লোকসভা নির্বাচনে পর থেকেই বাংলায় যেতৃণমূল সরকারের ক্ষমতা ক্ষীন হচ্ছে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।কিন্তু বিজেপি সেই তুলনায় আরো শক্তিশালি হচ্ছে সেটা চিন্তার বিষয় । বিজেপির থেকে বারবারন্ত হোয়ার পর থেকেই প্রশান্ত কিশোরের নির্দেশে “দিদিকে বলো” কর্মসূচী সূচনা করেছিল তৃণমূল সরকার।

কিন্তু এবার সেই পথেই হাঁটতে চলেছে বিজেপি।পুরোভোট আসন্ন তাই কোমর বেঁধে ময়দানে নামতে বিজেপিও তৃণমূলের পথ ধরে এগোতে চলেছে। তৃণমূল সুবিধা আনতে এনেছিলো টোল ফ্রি নম্বর।যাবতীয় অভাব অভিযোগ, ক্ষোভ, চাহিদা সবটাই সরাসরি জানানোর জন্য এই সুবিধা আনা হয়ে। তাতে রাতারাতি বেশ জনপ্রিয়তাও পেয়েছিলো এই কর্মসূচি।

bjp 11আর এবার এই জনপ্রিয়তা পেতে চায় বিজেপি তাই তারা আনতে চলেছে তাদের নতুন কর্মসূচী। মুকুল রায় সহ ৫৭ জনের কমিটির আহ্বায়ক  এই নেতৃত্বে থাকছেন। এই করমসূচীতে ফ্রি নম্বর  থাকবে বলে জানানো হয়েছে ।কেন্দ্রীয়মন্ত্রী দেবশ্রী চৌধুরী ও বাবুল সুপ্রিয়, দিলীপ ঘোষ, রাহুল সিনহাকেও এই দলে রাখা হয়েছে । লোকসভা ভোটে দূরন্ত ফল পেতে এবার পুরভোটকে নিশানা করে বসেছে বিজেপি।

এর মধ্যে আবার রাজ্য বিজেপি রাজ্যের প্রতিটি পুরসভার জন্য আলাদা আলাদা ইস্তাহার প্রকাশেরও পরিকল্পনা নিয়েছে। রাজ্যের মানুষর সুবিধার জন্য এই নতুন নিয়ম আনতে  চলেছে বিজেপি। আর তাদের বিশ্বাস তারা এবার দলে থেকে আম জনতার সুবিধা করার পাশাপাশি  তাদের পাশে দাড়ড়াবে। আর এই নতুন কর্মসূচীতে বিজেপি নতুন ভাবে ক্ষমতায় ফিরে আসবে বলেও মনে করছেন।

সম্পর্কিত খবর