সর্বকালীন রেকর্ড! পুজোয় লক্ষ্মীলাভ কলকাতা মেট্রোর, রেলের দেওয়া হিসেব চমকে দেবে

বাংলাহান্ট ডেস্ক : দুর্গাপূজা মানেই দিনরাত এক হয়ে যাওয়া, সময় ঠিক না থাকা। তার উপরে বাংলার পুজো এখন আর চারদিনে আটকে থাকে না। মহালয়া থেকে একাদশী পর্যন্ত দর্শনার্থীদের ভিড় দেখা যায় বিভিন্ন মণ্ডপে মণ্ডপে। কিন্তু পূজা মন্ডপে দর্শনার্থীদের ভিড় থাকলেও  সন্ধ্যার পর থেকে শহরের একাধিক রুটে বন্ধ হয়ে যায় অটো, সরকারি বেসরকারি বাস কমে যায়।

আর তখনই মেট্রোই হয়ে ওঠে দর্শনার্থীদের একমাত্র অবলম্বন। এমনকী, মেট্রো রুট অনুযায়ী ঠাকুর দেখার প্ল্যান করেন অনেকেই। আর সেই সুযোগেই এবার পুজোয় সর্বকালীন রেকর্ড গড়ল কলকাতা মেট্রো। পঞ্চমী থেকে বিজয়া দশমী পর্যন্ত ২ জোন মিলিয়ে মেট্রোয় যাত্রীসংখ্যা ৪১ লক্ষ ৬৫ হাজার ছাড়ালো বলেই জানা গেছে ।

আরোও পড়ুন : কেউ লুঠতে পারবে না আপনার ব্যাঙ্কের টাকা! মোক্ষম দাওয়াই কলকাতা পুলিশের, জেনে উপকৃত হবেন

জানা গেছে, আজ বুধবার মেট্রো তরফে  জানানো হয়েছে, এবছর পুজোর ৬ দিন যাত্রীসংখ্যা সবচেয়ে বেশি ছিল নর্থ-সাউথ মেট্রো পথে। ৩৯ লক্ষ ৪৬ হাজার ৯৪৫। ইস্ট-ওয়েস্ট মেট্রো পথে যাত্রী সংখ্যা ছিল  ২ লক্ষ, ১৬ হাজার ৫৮১ জন ।  আর পার্পল লাইন মেট্রো? ১ হাজার ৮৭ জন। তেমনি যাত্রী সংখ্যার দিক দিয়ে  দ্বিতীয় ও তৃতীয় স্থানে ছিল যথাক্রমে সল্টলেক সেক্টর ৫ ও করুণময়ী।

আরোও পড়ুন : দীপাবলির আগেই সস্তা বিদ্যুৎ! এক ইউনিটে খরচ হবে মাত্র এত টাকা, ঘোষণা খোদ মুখ্যমন্ত্রীর

অন্যদিকে ,নর্থ-সাউথ মেট্রো অর্থাৎ কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে, সবথেকে বেশি লোক মেট্রোয় উঠেছে দমদম থেকে ৩ লক্ষ ৮৪ হাজারেরও বেশি। দ্বিতীয় স্থানে আছে  কালীঘাট। এই স্টেশন থেকেও মেট্রোয় উঠেছেন সাড়ে তিন লক্ষের বেশি যাত্রী।শোভাবাজার-সুতানটি থেকে ২ লাখ ৭৩ হাজার যাত্রী মেট্রো ব্যবহার করেছেন।

Metro

এদিকে নর্থ -সাউথ মেট্রোর মতো ইস্ট-ওয়েস্ট মেট্রোতেও যাত্রীদের ভিড় ছিল অনেক। পঞ্চমী থেকে দশমীতে  প্রায় ২ লাখ ১৬ হাজার  ৫৮১ জন যাত্রী শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ লাইনে যাতায়াত করেছেন। শিয়ালদহের দিকে  দুর্গা প্রতিমা দেখার জন্য  দর্শনার্থীদের  সবচেয়ে বেশি ভিড় ছিল। যা রেকর্ড বলে মনে করা হচ্ছে  কলকাতা মেট্রো রেলের পক্ষ থেকে ।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর