দুই মহাতারকার বিদায়! ১৫ বছর পর বিরল রেকর্ড চ্যাম্পিয়ন্স লিগে

বাংলাহান্ট ডেস্কঃ গতকাল বায়ার্ন মিউনিখের কাছে লজ্জার হারে এবারের চ্যাম্পিয়ন লিগ থেকে ছিটকে গিয়েছে লিওনেল মেসির বার্সেলোনা। তারও আগে চ্যাম্পিয়ন লীগ থেকে ছিটকে গিয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জুভেন্টাস। এর ফলে এবারের চ্যাম্পিয়ন লিগের সেমিফাইনালে নেই বর্তমান বিশ্ব ফুটবলের দুই মহাতারকা মেসি ও রোনাল্ডো।

বায়ার্ন মিউনিখের কাছে এই ভাবে লজ্জার হার কিছুতেই মেনে নিতে পারছেন না বার্সেলোনার সমর্থকরা। বার্সেলোনার সমর্থকরা প্রশ্ন তুলেছেন শেষ কবে বার্সেলোনা এমন ভাবে লজ্জার হার হেরেছে সেটা কারুরই জানা নেই। পুরোনো পরিসংখ্যান ঘাটলে দেখা যাচ্ছে 74 বছর আগে অর্থাৎ 1946 সালে শেষবার এমন লজ্জার হার দেখতে হয়েছিল বার্সেলোনাকে। সেবারও 8-0 গোলে হেরেছিল বার্সেলোনা।

196088219ad6f8e178de8016e0932e48cf1259d309c2a584941adab07ff7244bd260cb092

এবারের চ্যাম্পিয়ন লিগে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর জুভেন্টাস এবং লিওনেল মেসির বার্সেলোনা দুটি দলই ইতিমধ্যে হেরে বিদায় নিয়েছে। আর তাই এবারের চ্যাম্পিয়ন লিগ সেমিফাইনাল ফুটবলের এই দুই মহা তারকাকে ছাড়াই হতে চলেছে। শেষবার মেসি, রোনাল্ডো হীন চ্যাম্পিয়ন লিগের সেমিফাইনাল হয়েছিল 2005-06 সিজনে। তারপর থেকে প্রত্যেক বার নিয়ম করে হয় রোনাল্ডো না হয় মেসি থেকে গিয়েছেন চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে। তবে ফের একবার মেসি-রোনাল্ডো কে ছাড়াই চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল হতে চলেছে।


Udayan Biswas

সম্পর্কিত খবর