বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই দেশজুড়ে সম্পন্ন হয়েছে লোকসভা নির্বাচন (Lok Sabha Election)। মোট সাত দফা জুড়ে চলা এই নির্বাচনের ফল ঘোষণা হয়েছে গত ৪ জুন। এদিকে, নির্বাচনের পরেই এবার রাজ্যে (West Bengal) চালু হতে চলেছে রোড ট্যাক্স আদায়ের নয়া বিধি। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এই নতুন নিয়ম কার্যকর হতে চলেছে ব্যক্তিগত এবং বাণিজ্যিক উভয় গাড়ির ক্ষেত্রেই। বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।
প্রথমেই জানিয়ে রাখি যে, নতুন নিয়ম অনুসারে রাজ্য সরকারের পরিবহণ দপ্তর আগের মতো একবারে পাঁচ বছরের ট্যাক্স আদায় না করে এককালীন ১৫ বছরের ট্যাক্স আদায়ের সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ সামগ্রিকভাবে এই নিয়মের ফলে ট্যাক্সের ক্ষেত্রে অনেকটাই হেরফের ঘটতে চলেছে। পাশাপাশি, এই নিয়ম ১৪ আসনের যাত্রীবাহী গাড়ির ক্ষেত্রে আগামী সোমবার থেকে প্রযোজ্য হবে বলেও জানা গিয়েছে।
যাত্রীবাহী গাড়ির ক্ষেত্রে ট্যাক্সের পরিমাণ: প্রসঙ্গত উল্লেখ্য যে, ৯০০ সিসির ক্ষমতার ইঞ্জিন সম্পন্ন যাত্রীবাহী গাড়ির ক্ষেত্রে ট্যাক্স বাবদ গাড়ির মূল্যের ৭.৫ শতাংশ অথবা ৩০ হাজার টাকা, যেটির পরিমাণ বেশি হবে সেই পরিমাণ অর্থ এককালীন মিটিয়ে দিতে হবে। পাশাপাশি, যে সমস্ত গাড়িতে ৯০০ থেকে ১৪৯০ সিসি ক্ষমতার ইঞ্জিন রয়েছে সেই সমস্ত গাড়ির ক্ষেত্রে নির্ধারিত ট্যাক্সের পরিমাণ হল ৪৫ হাজার টাকা। এছাড়াও, যে সমস্ত গাড়ির ক্ষেত্রে ১,৪৯০ থেকে ২,০০০ সিসি ক্ষমতার ইঞ্জিন রয়েছে সেগুলির ক্ষেত্রে ট্যাক্স হিসেবে এককালীন প্রদান করতে হবে ৬০ হাজার টাকা। এদিকে, ২,০০০ সিসি-র বেশি ক্ষমতাসম্পন্ন গাড়ির ক্ষেত্রে ট্যাক্সের পরিমাণ হল ৭৫,০০০ টাকা।
আরও পড়ুন: প্রতি ৯ বছরে দাম বেড়েছে ৩ গুণ! এবার শীঘ্রই ২ লক্ষ ছাড়িয়ে যাবে সোনার দাম
এমতাবস্থায়, আমরা যদি বাণিজ্যিক গাড়ির ট্যাক্সের পরিসংখ্যানের দিকে তাকাই তাহলে দেখা যাবে যে, নতুন নিয়ম অনুসারে এই গাড়ির ক্ষেত্রে ত্রৈমাসিক ভিত্তিতে ট্যাক্স মেটানোর সময়সীমা পরিবর্তন করা হয়েছে বলে জানা গিয়েছে। যার ফলে এখন থেকে এক্ষেত্রেও একবারেই মেটাতে হবে কর। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, কেউ চাইলে একই সাথে তিন, পাঁচ এবং দশ বছরের জন্য ট্যাক্স মেটাতে পারেন।
আরও পড়ুন: লোকাল ট্রেনের চেয়েও অবস্থা খারাপ! টিকিট ছাড়াই বন্দে ভারতে বিপুল যাত্রী, ভিডিও ভাইরাল হতেই….
এদিকে, এককালীন ৩ বছরের ট্যাক্স মেটানোর ক্ষেত্রে ১৫ শতাংশের ছাড়, ৫ বছরের কর মেটালে ৩০ শতাংশের ছাড় এবং ১০ বছরের ট্যাক্স মেটালে ৪০ শতাংশ পর্যন্ত ছাড় মিলবে। এমন পরিস্থিতিতে, এই নিয়ম বদলের জেরে ব্যক্তিগত গাড়ির মালিকদের পাশাপাশি বাণিজ্যিক গাড়ির মালিকদেরও সুবিধা হতে চলেছে বলে অনুমান করা হচ্ছে। পাশাপাশি সরকারের রাজস্ব আদায়ের পরিমাণও বৃদ্ধি পাবে।