আসছে বড়সড় বদল! ১ অক্টোবর থেকেই পাল্টাবে লোনের নিয়ম, নির্দেশিকা জারি রিজার্ভ ব্যাঙ্কের

বাংলাহান্ট ডেস্ক : আপনিও কি ঋণ নেওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন? এবার ঋণ নেওয়ার নিয়মের ক্ষেত্রে বিরাট পরিবর্তন নিয়ে এলো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ১ অক্টোবর তারিখ থেকে ঋণ গ্রাহকদের ঋণ পেতে হলে এই নিয়ম অবলম্বন করতেই হবে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এর পক্ষ থেকে জানানো হয়েছে যে, অক্টোবর মাসের ১ তারিখ থেকে পরিবর্তন করা হচ্ছে ব্যাঙ্ক এবং এনবিএফসিগুলোতে খুচরো ও MSME ঋণের নিয়ম।

পাশাপাশি রিজার্ভ ব্যাংক কারো জানিয়েছে, ঋণ গ্রহিতাকে সুদ এবং অন্যান্য খরচ সহ ঋণের সব তথ্য ও সরবরাহ করতে হবে আগামী অক্টোবর থেকে। তাই অক্টোবর মাস থেকে গ্রাহকদের যাবতীয় তথ্য জানাতে বাধ্য বেসরকারি ব্যাংকগুলিও। পার্সোনাল লোন দেওয়ার ক্ষেত্রে ডিজিটাল ঋণ এবং স্বল্প পরিমাণের ঋণ সংক্রান্ত তথ্য প্রদান বাধ্যতামূলক।

   

আরোও পড়ুন : একধাক্কায় বৃদ্ধি পাচ্ছে LPG গ্যাস সিলিন্ডারের খরচ! মে মাস থেকে চাপে পড়বেন গ্রাহকরা

RBI বিবৃতি দিয়ে জানিয়েছে, আর বি আই এর আওতাভুক্ত সব আর্থিক প্রতিষ্ঠান তাদের পণ্যের বিষয়ে স্বচ্ছতা বৃদ্ধি করতে এবং গ্রাহকদের ঋণ সম্পর্কে তথ্য প্রদানের জন্য বিশেষ সিদ্ধান্ত নিয়েছে। লোনের ক্ষেত্রে কেএফএস-এর নির্দেশাবলীকে সামঞ্জস্য করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্রাহকদের সব তথ্য খতিয়ে দেখে চিন্তা ভাবনা করে লোন নিতে পারবেন।

আরোও পড়ুন : নয়া রেকর্ড ‘গ্রিন লাইনে’! এক মাসেই মেট্রোয় উঠেছেন এত জন যাত্রী, ব্যাপক লক্ষ্মীলাভ রেলের

এই ঋণ প্রযোজ্য হবে RBI -এর নিয়ন্ত্রণাধীন সমস্ত খুচরো ও MSME লোন প্রদানকারী সংস্থা। ঋণ চুক্তির মূল তথ্যাবলী হলো কেএফএস। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নির্দেশাবলী দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাঙ্কগুলোকে। RBI এর পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১ অক্টোবর ২০২৪ তারিখ থেকে বা তার পরে নতুন খুচরো ও MSME মেয়াদী ঋণের জন্য অনুমোদিত সমস্ত ক্ষেত্রে এই নির্দেশ মান্য করতে হবে।

IDFC bank is going to be merged

বর্তমান গ্রাহকরা যদি নতুন করে ঋণ নিতে চান তারাও এই নিয়মের মধ্যেই। ব্যাংকগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে লোন সংক্রান্ত সব তথ্য এবং চার্জে লিখিত আকারে জানায় গ্রাহকরা। KFS -এ উল্লেখ না থাকলে সেই চার্জ নেওয়া যাবে না বলে জানিয়েছে রিজার্ভ ব্যাংক। এর ফলে আগামী দিনের লোন নিতে গেলে কোন লুকানো চার্জ দিতে হবে না গ্রাহককে।। তাই লোনের সুবিধা পাওয়া যাবে একেবারে ঝামেলা ছাড়াই।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর