বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশে যাতায়াতের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হল রেলপথ (Indian Railways)। সময়ের সাথে সাথে প্রায় প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে ট্রেন যাত্রীদের সংখ্যা। পাশাপাশি, অন্যান্য গণপরিবহণের তুলনায় ট্রেন সফরের ক্ষেত্রে খরচের পরিমানও অনেকটাই কম। আর তাই, দূরের গন্তব্যে যাত্রার জন্য অধিকাংশজনই রেলপথকেই বেছে নেন।
এমতাবস্থায়, আপনিও যদি নিয়মিতভাবে ট্রেনে ভ্রমণ করেন সেক্ষেত্রে এই প্রতিবেদনটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে। শুধু তাই নয়, ইতিমধ্যেই টিকিট বুকিংয়ের ক্ষেত্রে সিস্টেমে হওয়া পরিবর্তন সম্পর্কেও আপনাকে সচেতন হতে হবে। যার ফলে হঠাৎ করে কোনো ভ্রমণের ক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না।
করোনা মহামারীর পর পরিবর্তন করা হয়েছে: মূলত, করোনা মহামারীর পর রেলওয়ের অনলাইন টিকিট বুকিংয়ে পরিবর্তন করা হয়েছে। IRCTC, তাদের অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে টিকিট বুক করার নিয়ম পরিবর্তন করেছে। নতুন নিয়ম অনুযায়ী, অনলাইন টিকিট বুকিংয়ের আগে আপনাকে আপনার অ্যাকাউন্টটিকে ভেরিফাই করতে হবে। রেলওয়ের সহযোগী সংস্থা IRCTC-র নিয়মে, অনলাইনে টিকিট বুক করার আগে ব্যবহারকারীদের মোবাইল নম্বর এবং ই-মেইল আইডি ভেরিফাই করা প্রয়োজন। এটি ছাড়া আপনি আপনার জন্য টিকিট বুক করতে পারবেন না।
কেন পরিবর্তন হল সিস্টেম: আসলে এমন অনেক ব্যবহারকারী আছেন যাঁরা করোনা মহামারী শুরু হওয়ার পর থেকে IRCTC-র অ্যাকাউন্ট থেকে অনলাইনে টিকিট বুক করেন নি। এই নিয়ম শুধুমাত্র সেই ধরণের যাত্রীদের জন্য কার্যকর করা হয়েছে। আপনিও যদি দীর্ঘদিন ধরে টিকিট না বুক করে থাকেন, সেক্ষেত্রে আগেভাগে ভেরিফিকেশন করে নিন।
এভাবে করতে হবে মোবাইল নম্বর ও ই-মেল ভেরিফিকেশন:
১. প্রথমে IRCTC অ্যাপ বা ওয়েবসাইটে দেওয়া ভেরিফিকেশন উইন্ডোতে ক্লিক করুন।
২. সেখানে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর এবং ই-মেল আইডিটি লিখুন। সমস্ত তথ্য দেওয়ার পর, ভেরিফিকেশন বাটনে ক্লিক করুন।
৩. ভেরিফাই অপশনে ক্লিক করার পর আপনার মোবাইলে একটি ওটিপি আসবে। সেটি দিয়ে মোবাইল নম্বরটি ভেরিফাই করুন।
৪. একইভাবে, ই-মেল আইডিতে প্রাপ্ত কোডটি দেওয়ার পরে, আপনার মেল আইডিটি ভেরিফাই করা হবে।
৫. এরপর আপনি আপনার অ্যাকাউন্ট থেকে অনলাইনে যেকোনো ট্রেনের টিকিট বুক করতে পারবেন।