বাংলাহান্ট ডেস্ক : টানটান সপ্তাহের পর প্রকাশ্যে এল টিআরপি (TRP) তালিকা। গল্পের ট্র্যাক বদলাতেই পরিবর্তন এল টিআরপিতেও। এবারের তালিকায় বেশ কিছু রদবদল হয়েছে। জনপ্রিয় কিছু ধারাবাহিক উঠে এসেছে তালিকার শীর্ষে। নতুন শুরু হওয়া ধারাবাহিক গুলিও চমক দেখাচ্ছে। প্রথম স্থান অবশ্য হাতছাড়া হয়নি ‘পরশুরাম’এর। এ সপ্তাহে নম্বর আরও কমেছে সিরিয়ালের। ৭.২ নম্বর নিয়ে প্রথম স্থানে রয়েছে ধারাবাহিকটি।
টিআরপি (TRP) তালিকায় পরপর চমক
এ সপ্তাহের অন্যতম বড় চমক ‘পরিণীতা’। বেশ কয়েক সপ্তাহ ধরেই পিছিয়ে রয়েছে এই সিরিয়ালটি। তবে এ সপ্তাহের দুরন্ত কামব্যাক করেছে পরিণীতা। পঞ্চম স্থান থেকে একলাফে দ্বিতীয় স্থানে উঠে এসেছে এই ধারাবাহিক। ৬.৯ নিয়ে ফুলকির সঙ্গে দু নম্বরে রয়েছে এই সিরিয়ালটি।
নম্বর বাড়ল রাণী ভবানীর: তৃতীয় স্থানে একসঙ্গে জায়গা করেছে দুই চ্যানেলের পুরনো এবং নতুন ধারাবাহিক। ৬.৮ পয়েন্ট (TRP) নিয়ে জগদ্ধাত্রী এবং রাজরাজেশ্বরী রাণী ভবানী রয়েছে রয়েছে তৃতীয় স্থানে। তারপরেই চার নম্বরে রয়েছে জলসার ‘চিরসখা’। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬.৫।
হাড্ডাহাড্ডি টক্কর তালিকায়: টিআরপি (TRP) তালিকার পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে রাঙামতি তীরন্দাজ। স্টার জলসার এই সিরিয়ালটিও বেশ ভালো নম্বর তুলছে প্রতি সপ্তাহে। এই সপ্তাহে ধারাবাহিকটির প্রাপ্ত নম্বর ৬.৩। ষষ্ঠ স্থানে ৫.৪ নম্বর নিয়ে জায়গা করেছে চিরদিনই তুমি যে আমার এবং অনুরাগের ছোঁয়া ও গৃহপ্রবেশ।
আরও পড়ুন : SIR আবহে TMC-র মহা কর্মযজ্ঞ, সর্বস্তরের নেতাদের নিয়ে অগাস্টে মেগা বৈঠক অভিষেকের
বাংলা সিরিয়ালের সেরা দশ টিআরপি (TRP) তালিকা
প্রথম- পরশুরাম (৭.২)
দ্বিতীয়- ফুলকি, পরিণীতা (৬.৯)
তৃতীয়- জগদ্ধাত্রী, রাজরাজেশ্বরী রাণী ভবানী (৬.৮)
চতুর্থ- চিরসখা (৬.৫)
পঞ্চম- রাঙামতি তীরন্দাজ (৬.৩)
ষষ্ঠ- চিরদিনই তুমি যে আমার, গৃহপ্রবেশ, অনুরাগের ছোঁয়া (৫.৪)
সপ্তম- আমাদের দাদামণি (৫.১)
অষ্টম- কথা (৪.৯)
নবম- কোন গোপনে মন ভেসেছে (৪.১)
দশম- তুই আমার হিরো (৩.৮)
আরও পড়ুন : ৩ মাসের অপেক্ষার অবসান, প্রকাশ্যে জয়েন্টের ফলাফলের দিনক্ষণ, কীভাবে দেখবেন রেজাল্ট?
এ সপ্তাহের টিআরপি তালিকায় নম্বর আরও কমেছে ধারাবাহিকগুলির। তেমনই আবার নতুন কিছু ধারাবাহিক নম্বর বাড়িয়ে দ্রুত উপরে উঠে আসছে। পুরনো সিরিয়ালগুলিকে টানা টক্কর দিচ্ছে নতুন ধারাবাহিকগুলি।