ট্রেলারেই সিনেম্যাটিক ছোঁয়া, দুই ভিন্ন মেরুর বোনের গল্পে প্রথমবার জুটি বাঁধছেন শ্রুতি-আরাত্রিকা

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : সাম্প্রতিক টিআরপি তালিকায় জি বাংলার সিরিয়াল গুলির (Serial) নম্বর চমকে দিয়েছে দর্শকদের। নতুন পুরনো মিলিয়ে অধিকাংশ ধারাবাহিকগুলির নম্বর কমেছে। প্রথম পাঁচে একমাত্র শিবরাত্রির সলতের মতো টিমটিম করছে ‘জগদ্ধাত্রী’। অন্যান্য ধারাবাহিকগুলি (Serial) এঁটেই উঠতে পারছে না স্টার জলসার সঙ্গে। এমতাবস্থায় এবার পরপর দুটি সিরিয়ালের ঘোষণা করল জি বাংলা।

জি বাংলায় ফের নতুন সিরিয়াল (Serial)

একসঙ্গে দু দুটি নতুন ধারাবাহিক শুরু হতে চলেছে এই চ্যানেলে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ‘কনে দেখা আলো’র ট্রেলার। প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের (Serial) সম্প্রচারের সময়ও। এবার বড়সড় চমক দিয়ে সামনে এল আরও এক নতুন ধারাবাহিকের প্রথম ঝলক। সিরিয়ালে প্রথম বার একসঙ্গে দেখা যাবে শ্রুতি দাস এবং আরাত্রিকা মাইতিকে।

New serial coming with aratrika maity and shruti das

প্রথম ট্রেলারেই বড় চমক: প্রথম ঝলকেই কার্যত চমকে দিয়েছে নতুন সিরিয়াল (Serial)। দুই বোনের চরিত্রে এই গল্পে ধরা দেবেন শ্রুতি এবং আরাত্রিকা। বড় দিদি নিশার চরিত্রে থাকছেন শ্রুতি। তবে তাঁর চরিত্রটি ধূসর হবে বলেই আভাস পাওয়া যাচ্ছে। বড়লোক হতে প্রতারণার কারবার করতেও পিছপা হয় না সে। তাঁর কথায়, ‘সরকারি চাকরির পরীক্ষা দিয়ে বড়লোক হওয়া যায় না’। ছোট বোন উজি (আরাত্রিকা) আবার চায় সৎপথে চাকরি করে নিজের পায়ে দাঁড়াতে। কিন্তু পুলিশের হাত থেকে দিদিকে বাঁচাতে গিয়ে চাকরির পরীক্ষাটাই মিস হয়ে যায় তাঁর।

আরও পড়ুন : দুশ্চিন্তায় আর রাতের ঘুম ওড়াবেন না, ছোট্ট হিসেবে বুঝে নিন ওয়েটিং লিস্টের টিকিট কনফার্মের চান্স কতটা?

কে হচ্ছেন নায়ক: কী হবে যখন কোনও মোড়ে দুই ভিন্ন স্বভাবের বোন পরস্পরের বিরুদ্ধে দাঁড়াবে? সেই গল্পেরই আভাস দিয়েছে প্রথম প্রোমো। জানা গিয়েছে, দুই নায়িকার মতো দুই নায়ককেও দেখা যেতে চলেছে সিরিয়ালে (Serial)। ইতিমধ্যে ট্রেলারে দেখা গিয়েছে অভিষেক বীর শর্মাকে। অপরজন কে, তা অবশ্য এখনও খোলসা করা হয়নি।

আরও পড়ুন : ১০৮ তীর্থক্ষেত্রের জল, মদনমোহনের জন্য ১০০৮টি নাড়ু! প্রথম জন্মাষ্টমীতে এলাহি আয়োজন দিঘা জগন্নাথ মন্দিরে

সামনে আসেনি সিরিয়ালের নামও। তবে ট্রেলার দেখে মনে করা হচ্ছে, ভিন্ন স্বাদের কোনও গল্প উপহার দিতে চলেছেন সুশান্ত দাসের টেন্ট সিনেমা। শোনা যাচ্ছে, আগামী ১৭ ই অগাস্ট থেকে শুরু হবে এই নতুন সিরিয়ালের শুটিং। তবে কোন স্লটে আসবে সিরিয়ালটি তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।