মহাদেবের শৈশবের কাহিনি নিয়ে আসছে নতুন শো, জি বাংলায় শেষ হচ্ছে জনপ্রিয় সিরিয়াল

বাংলাহান্ট ডেস্ক: বিভিন্ন চ‍্যানেলে যেন সিরিয়াল (Serial) বন্ধ হওয়ার হিড়িক পড়েছে। জি বাংলা (Zee Bangla) থেকে স্টার জলসা কিংবা কালার্স বাংলা সর্বত্রই একের পর এক সিরিয়ালে তালা পড়ে যাচ্ছে। এবার ফের জি বাংলায় বন্ধ হতে চলেছে একটি জনপ্রিয় সিরিয়াল। বদলে নতুন সিরিয়াল আসার ঘোষনাও সারা হয়ে গিয়েছে।

গত কয়েক মাস পরপর তিন তিনটি সিরিয়াল বন্ধ হয়েছে জি তে। অপরাজিতা অপু, কড়িখেলার পর সদ‍্য শেষ হয়ে গিয়েছে সর্বজয়াও। জায়গা ফাঁকা পড়ে থাকেনি। টপাটপ নতুন সিরিয়াল এসে এবং পুরনো সিরিয়ালের সম্প্রচারের সময় অদল বদল করে ভরে গিয়েছে টাইম স্লট।

Santoshi Maa 2
নতুন শুরু হয়েছে উড়ন তুবড়ি, লালকুঠি এবং খেলনা বাড়ি। উড়ন তুবড়ি বাদে অন‍্য দুটি সিরিয়ালই সেরা দশের টিআরপি তালিকায় জায়গা করে নিয়েছে। এবার নতুনদের তালিকায় ঢুকছে আরো একটি সিরিয়াল, ‘শিশু ভোলানাথ’। ইতিমধ‍্যেই সম্প্রচারের সময় জানিয়ে দেওয়া হয়েছে চ‍্যানেলের তরফে।

রাত ১১ টার স্লটে আসতে চলেছে এই নতুন সিরিয়াল। এতদিন ওই সময়ে দেখানো হত ‘মঙ্গলময়ী সন্তোষী মা’। ভক্তিমূলক সিরিয়ালটি বেশ জনপ্রিয় হয়েছিল মূলত নির্দিষ্ট শ্রেণির দর্শকদের মধ‍্যে। হিন্দি সিরিয়ালটি বাংলাতে ডাবিং করে দেখানো হত। তবুও বেশ ভালোই টিআরপি উঠত সিরিয়ালের।

উল্লেখ‍্য নতুন সিরিয়াল শিশু ভোলানাথও অবশ‍্য বাংলায় অনুবাদ করা সিরিয়াল। নাম শুনেই বুঝতে পারছেন, মহাদেবের শৈশবের নানা অজানা কাহিনি নিয়ে শুরু হতে চলেছে এই নতুন সিরিয়াল। আগামী ১২ জুন শেষ হতে চলেছে মঙ্গলময়ী সন্তোষী মা। আর ১৩ জুন থেকে ওই টাইম স্লটেই দেখা যাবে শিশু ভোলানাথ।


Niranjana Nag

সম্পর্কিত খবর