ঊচ্চ মাধ্যমিকের আগে নতুন নির্দেশিকা উচ্চ শিক্ষা সাংসদের

চলতি বছরের মার্চ মাস থেকে শুরু হতে পারে উচ্চ মাধ্যমিক।য়ার মাত্র ১মাসের অপেক্ষা, হিসেব মতন দেখা গেলে আর এক মাস নেই বললেই চলে। আর তার আগেই নতুন নির্দেশিকা জারি করল উচ্চ শিক্ষা সাংসদ। প্রতি বছরের মতন এবারেও মার্চ মাসে হতে চলেছে উচ্চ মাধ্যমিক।

 

AJ 1

 

 

পরীক্ষার  অ্যাডমিট কার্ড দেওয়ার দিন বদলে গেলো।  এদিন বিজ্ঞপ্তি প্রকাশ করে শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস জানিয়েছে, যে পূর্ব নির্ধারিত ৬ মার্চ, ২০২০ তারিখের পরিবর্তে আগামী ৩ মার্চ ২০২০, মঙ্গলবার সংসদের আঞ্চলিক কার্যালয়, নির্দিষ্ট কতগুলি বিতরন কেন্দ্র থেকে ২০২০ সালের আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, একাদশ শ্রেণি (২০১৯-২০২০) রেজিস্ট্রেশান সার্টিফিকেট ও পরীক্ষা সংক্রান্ত যাবতীয় নথিপত্র বিতরণ করা হবে।

আবার জানা গিয়েছে এইবছর পরীক্ষা দেবে আগের বছরের তুলনায় অনেক বেশি ছেলে মেয়ে। ছাত্রছাত্রী বেড়েছে কয়েক হাজার। হিসেব মতন দেখা গিয়েছে প্রতিবারেই এই সংখ্যা একটু একটু করে বেড়েই চলছে। এর পাশাপাশি পাশের হার বেড়ে গেছে। এবছর দেখার কতজন পাশের তালিকায় থাকে । মেয়েদের হার বেশি হয় না চেলেদের হার বেশি হয় সেটাই দেখার। ইতিমধ্যেই প্রত্যেক বিদ্যালয়ের  প্রধানকে তাঁদের নিজ নিজ প্রতিনিধিদের মাধ্যমে আঞ্চলিক কার্যালয় থেকে তা সংগ্রহ কররার নির্দেশ দেওয়া হয়েছে।

সম্পর্কিত খবর