কমছে সফরের সময়, পাল্টাচ্ছে ট্রেনের টাইমটেবিলও! বিপদ এড়াতে নজর রাখুন এই ৭০টি এক্সপ্রেসের সময়সূচিতে

বাংলাহান্ট ডেস্ক : অক্টোবর মাসের শুরুতেই বড়সড় বদল এল পূর্ব রেলের (Eastern Railway) সময়সূচিতে । এছাড়াও যাত্রীসুবিধার কথা মাথায় রেখে বেশ কয়েকটি রুটে একাধিক লোকাল ট্রেন চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্ব রেলের নতুন যে সময়সূচী প্রকাশ করা হয়েছে তা রবিবার ১ অক্টোবর থেকে কার্যকর হয়েছে।

জানা গিয়েছে, কিছু ট্রেনকে নিয়মিত করা হয়েছে। একইসঙ্গে পরিবর্তন করা হয়েছে চক্ররেলের যাত্রাপথও। বদল আনা হয়েছে দূরপাল্লার ৭০ টি ট্রেনের সময়সূচীতে। দূরপাল্লার যে সকল ট্রেনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে সেগুলির যাত্রা পথের সময় কমেছে ৫ মিনিট থেকে ১ ঘন্টা ৪৫ মিনিট পর্যন্ত।

আরোও পড়ুন : পুজোর মাসে এই দিনগুলোতে বন্ধ মদের দোকান! ঝক্কি এড়াতে আগেই দেখে নিন তালিকা

ট্রেনের সময়সূচিতে এমন পরিবর্তন আনার কারণ হিসেবে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, বিভিন্ন রুট রয়েছে যেগুলিতে তৃতীয় এবং চতুর্থ লাইন চালু হয়ে যাওয়ার ফলে সেই সকল লাইনের ক্ষমতা অনেক বৃদ্ধি পেয়েছে। পূর্ব রেলের দাবি, একাধিক মেমু ট্রেনের গতিও বাড়ানো হয়েছে।

আরোও পড়ুন : ফুটপাথে হাঁটা দম্পতিকে গাড়ির ধাক্কা, মৃত্যু মহিলার! জনপ্রিয় অভিনেতাকে গ্রেফতার করল পুলিশ

তিস্তা-তোর্সা, কলকাতা-লালগোলা, হাজারদুয়ারি, কাঞ্চনজঙ্ঘা, কলকাতা- রাধিকাপুর এক্সপ্রেস, উত্তরবঙ্গ এক্সপ্রেসসহ একাধিক ট্রেনের সফরের সময় কমছে বলে রেল জানিয়েছে। কলকাতা-রাধিকাপুর এক্সপ্রেসের সফর সময় কমছে প্রায় ৭৫ মিনিট। নতুন সূচি অনুযায়ী ট্রেনটি সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ছাড়বে এবং রাত ২টো ৪০ মিনিটে মালদহে পৌঁছবে।

তিস্তা-তোর্সা এক্সপ্রেস দুপুর ২টো ৪৫ মিনিটের বদলে বিকেল ৩টেয় শিয়ালদহ থেকে ছাড়বে। পূর্ব নির্ধারিত সময়েই গন্তব্যে পৌঁছবে ট্রেনটি। নতুন সূচিতে যাত্রীরা ১৫ মিনিট বেশি পাবেন। কাঞ্চনজঙ্ঘা, শিয়ালদহ-লালগোলা, হাজারদুয়ারি, মিথিলাঞ্চল, গোরক্ষপুর, উত্তরবঙ্গ এক্সপ্রেস, দার্জিলিং মেলেরও সফরের সময় কমছে।

indian railways train main 1500x785

নতুন সূচি অনুযায়ী, উত্তরবঙ্গ থেকে ভোরে কলকাতায় পৌঁছনো একাধিক ট্রেন আগের সময়ের তুলনায় বেশ কিছু আগেই শিয়ালদহে পৌঁছবে। তবে সময়সূচিতে বড় পরিবর্তন হয়েছে হাটেবাজারে এক্সপ্রেস, ভাগলপুর-কলকাতা, কলকাতা-রাধিকাপুর এবং শিলঘাট টাউন-কলকাতা এক্সপ্রেসের ক্ষেত্রে। রেলের দাবি, এর ফলে যাত্রীরা হাতে বাড়তি সময় পাবেন।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর