বাংলাহান্ট ডেস্ক : ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাত ধরে ভারত পেতে চলেছে দেশের প্রথম আন্ডারওয়াটার মেট্রো। তবে জানা যাচ্ছে শুধু মেট্রো নয়, এবার জলের তলা দিয়ে ছুটবে ট্রেনও। খুব শীঘ্রই হয়ত বাস্তবায়িত হতে পারে আন্ডারওয়াটার ট্রেন সিস্টেম। এবার জলের তলা দিয়ে দ্রুত পৌঁছে যাওয়া যাবে ভারত থেকে অন্য দেশে।
জানা যাচ্ছে, ভারতের বাণিজ্য নগরী মুম্বাইকে দুবাইয়ের সাথে যুক্ত করতে একটি আন্ডারওয়াটার ট্রেনের উপর কাজ করছে সংযুক্ত আরব আমিরাত। সমগ্র প্রজেক্টটি খুবই ব্যয়বহুল হলেও দেশটি শীঘ্রই এই কাজে অগ্রসর হতে পারে। এই রেলপথে মুম্বাই ও দুবাইয়ের মধ্যে ২০০০ কিলোমিটার পথ সংযুক্ত হবে।
আরোও পড়ুন : এবার বাংলায় প্রথম লোকাল ট্রেনেও এসি! সামনে এল ‘ফার্স্ট লুক’, শিয়ালদার কোন রুটে চালাবে রেল?
ইতিহাসে এই ধরনের ঘটনা আগে হয়নি বলেই মনে করা হচ্ছে। নতুন এই প্রজেক্ট তৈরী হলে ভারত বিশ্বের দরবারে এক আলাদা মাত্রা পাবে। আপনাদের জানিয়ে রাখি দুবাই থেকে মুম্বাই পর্যন্ত আন্ডারওয়াটার ট্রেনের পরিকল্পনা নেওয়া হয়েছিল ২০১৮ সালে। তখন অবশ্য আলোচনা শুধু মাত্র খাতায়-কলমে সীমাবদ্ধ ছিল।
আরোও পড়ুন : বিধ্বংসী বন্যা প্রাণ কাড়ল ১১ জনের, নিখোঁজ ৮৪! সিকিম জুড়ে শুধুই হাহাকার
সংযুক্ত আরব আমিরাতের জাতীয় উপদেষ্টা ব্যুরো বর্তমানে ব্লুপ্রিন্ট তৈরি করার কাজ করছে। আপনাদের জানিয়ে রাখি, মুম্বাই ও দুবাই এর মধ্যে যে আন্ডারওয়াটার রেল পথ তৈরি করা হবে তাতে শুধু মানুষ নয়, জল এবং তেল সহ অন্যান্য পণ্য পরিবহনের কাজেও ব্যবহার করা হবে। ভারতের সাথে বেশ ভালো সম্পর্ক রয়েছে সংযুক্ত আরব আমিরাতের।
এই রেল পরিষেবা শুরু হলে দুই দেশের সম্পর্ক আরো মজবুত হবে বলে মনে করা হচ্ছে। এখন দুই দেশের মানুষই জানতে উদগ্রীব যে কবে এই আন্ডার ওয়াটার রেল চালু হতে চলেছে। প্রসঙ্গত, ইতিমধ্যেই একটি আন্ডার ওয়াটার রেল সিস্টেম চালু হয়েছে ফ্রান্স ও ব্রিটেনের মধ্যে।